Sunday, June 30, 2024
HomeBreaking Newsমধুর প্রতিশোধ! ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত

মধুর প্রতিশোধ! ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ তুলল ভারত। গায়ানায় বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে দিল রোহিত শর্মার দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে তারা।

খারাপ আবহাওয়ার ভ্রুকুটি মাথায় নিয়েই বৃহস্পতিবার গায়ানায় স্থানীয় সময় সকাল ১১:৪৫ মিনিট নাগাদ খেলা শুরু হয়। টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু টপলির সোজা বল আড়াআড়ি খেলতে গিয়ে ৯ বলে ৯ রান করে বোল্ড হয়ে যান বিরাট। টপলির বল তাঁর লেগ স্ট্যাম্প ভেঙে দেয়। এরপরই স্যাম কারেনের বল চালিয়ে খেলতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে আউট হন ঋষভ পন্থ (৪)। এরপর ব্যাট করতে নামেন সূর্য কুমার যাদব। কিন্তু তারপরেই নামে অঝোর ধারায় বৃষ্টি। ফলে ম্যাচ বন্ধ রাখেন আম্পায়াররা। ম্যাচ বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত ক্রিজে ছিলেন রোহিত শর্মা (৩৭) ও সূর্য কুমার যাদব (১৩)। ভারতের স্কোর তখন ৮ ওভারে ২ উইকেটে ৬৫ রান। ভারতীয় সময় রাত সোয়া এগারোটা নাগাদ ফের ম্যাচ শুরু হয়। এরপর নিজের অর্ধশতরান পূর্ণ করে ফিরে যান ক্যাপ্টেন রোহিত শর্মা। ৫৭ রানে আদিল রশিদের বলে আউট হন তিনি। এরপর ৪৭ রানের জফ্রার বলে আউট হন সূর্য কুমার যাদব। এরপর হার্দিক পান্ডিয়ার উইকেট হারায় ভারত। জর্ডনকে পরপর দুটি ছয় মেরে ২৩ রানে ফেরেন হার্দিক। এর পরের বলেই শিবম দুবের উইকেট তুলে নেন জর্ডন। ১৪৬ রানে ৬ উইকেট হারায় ভারত। এরপর খেলতে নেমে ১০ রানে জর্ডানের বলে আউট হন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত কুড়ি ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে ভারত। ইংল্যান্ডের সামনে ১৭২ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া।

ফিল সল্টকে নিয়ে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জোস বাটলার। ভারতের হয়ে বোলিং শুরু করেন আর্শদীপ সিং। শুরু থেকেই রান তাড়া করতে থাকে ইংল্যান্ড। ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকা জোশ বাটলারকে ফেরান অক্ষর প্যাটেল। পঞ্চম ওভারে বুমরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ফিল সল্ট। ঠিক তার পরের ওভারেই জনি বেয়ার্স্টোকে আউট করেন সেই অক্ষর প্যাটেল। অষ্টম ওভারে মইন আলিকে অক্ষর প্যাটেলের বলে স্ট্যাম্প আউট করেন রিশভ পন্থ। এরপর কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শ্যাম কারান। হ্যারি ব্রুককে বোল্ড করেন কুলদীপ যাদব। ইংল্যান্ড ৬৮ রানে ৬ উইকেট হারায়। এরপর ব্যাট করতে নামেন ক্রিস জর্ডন। ১২.২ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ক্রিস জর্ডন। ১৪.৫ ওভারে রান-আউট হন লিভিংস্টোন। এরপর আদিল রশিদও রান-আউট হয়ে মাঠ ছাড়েন। ৮৮ রানে ৯ উইকেট হারায় ইংল্যান্ড। ১৭ তম ওভারে বুমরার বলে এলবিডব্লিউ হয়ে যান আর্চার। ভারতের ১৭১ রানের জবাবে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৬৮ রানে জয়ী হয় ভারত।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
সানি সরকার শিলিগুড়ি : কোথাও গাছ উপড়ে পড়া, কোথাও আবার ধস এবং ভূৃমিধস। প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড় এবং সংলগ্ন এলাকা। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা সাধারণ মানুষ।...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দেশের হয়ে এটাই আমার শেষ টি ২০ ম্যাচ’, বিশ্বকাপ জিতেই টি ২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অধিনায়ক রোহিত...

Mathabhanga | বিজেপির চাপের জের! মাথাভাঙ্গার নির্যাতিতা মহিলার বয়ান নিল পুলিশ

0
কোচবিহার: মাথাভাঙ্গার(Mathabhanga) রুইডাঙ্গা এলাকায় নির্যাতিতা মহিলার বয়ান নিল পুলিশ। রবিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত মহিলা থানায় নির্যাতিতা মহিলাকে নিয়ে আসা হয়। বিজেপির জেলার...

Jayanti | নিশ্চিহ্ন হওয়ার পথে শতাব্দীপ্রাচীন জয়ন্তী ব্রিজের পিলার

0
ভাস্কর শর্মা, জয়ন্তী: আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই। আমি এখনও শেষ হয়ে যাইনি। তোমরা পাথর সরিয়ে আমাকে বের করো।...

রাজগঞ্জে কারবার এক সংগঠিত শিল্প

0
  দীপ সাহা দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। তার মাঝে মাঝে এখন মাথা তুলেছে টিনের চালা। কোথাও আবার কংক্রিটের ইমারত স্বমহিমায় দাঁড়িয়ে।...

Most Popular