উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের সীমান্তে তুরস্কে তৈরি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবর পেতেই ভারতের তরফে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ভারতে-বাংলাদেশ সীমান্তের কাছে মানবহীন বিমান যান (UAVs) বায়রাক্টার টিবি ২ মোতায়েন হওয়ার একটি রিপোর্ট পায়। জানা যায়, এই ড্রোনগুলি পরিচালনা করছে বাংলাদেশের ৬৭ তম সেনাবাহিনী । মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির জন্য এই ড্রোনগুলিকে ব্যাবহার করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। কিন্তু এই বিষয়ে বাংলাদেশের দাবি, এই ড্রোনটি প্রতিরক্ষার খাতিরেই মোতায়েন করা হয়েছে। তবে সীমান্ত এলাকায় এত উন্নত প্রযুক্তির ড্রোন মোতায়েনের ব্যাপারটি মোটেও হালকা ভাবে নিচ্ছে না ভারত।
সূত্রের খবর, হাসিনার শাসনকালে যে চরমপন্থী সংগঠনগুলিকে দমন করা হয়ছিল তারাই এখন ভারতীয় সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলিতে পুনরায় নিজেদের শক্তি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী এবং চোরাচালানকারীরা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।