উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ২ বছরে সর্বনিম্ন অঙ্কে দাঁড়াল ভারতের জিডিপি (GDP)। পূর্বাভাস আগেই মিলেছিল। এবার সেই মতো ২০২৪-২০২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি কমে দাঁড়াল ৫.৪ শতাংশ। শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের (NSO) দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে জিডিপি (মোট আভ্যন্তরীন উৎপাদনের হার) বৃদ্ধির হার ৫.৪ শতাংশ। গত আড়াই বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। গত অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বরের মধ্যে বৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ। চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। এবার তা কমে দাঁড়াল ৫.৪ শতাংশে।
তবে ভারতের জিডিপি কমলেও এখনও তাঁরা বিশ্বে ১ নম্বর। চিনের অর্থনীতির বিস্তৃতি ভারতের থেকে অনেকটা বেশি হলেও চিনের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৬ শতাংশে। তবে জিডিপি বৃদ্ধির হারের শতাংশের হিসাব দিয়ে সামগ্রিক ভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন সম্ভব নয়। জিডিপি নিয়ে সমীক্ষা রিপোর্টে বৃদ্ধির হারে পতনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে। বৃদ্ধির হারের পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ। কিন্তু তা অনেকটাই কমে যায়। উৎপাদন, কৃষি এবং পরিষেবা ক্ষেত্রে প্রত্যাশিত বৃদ্ধি না-হওয়া, প্রত্যাশা মাফিক লগ্নি না-আসায় জিডিপির বৃদ্ধি থমকে গিয়েছে বলে রিপোর্টে ইঙ্গিত মিলেছে।