উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুলিশি ব্যবস্থা, বিচার পরিকাঠামো, কারাগার পরিষেবা ও আইনি সহায়তার মাপকাঠিতে সারা ভারতকে পিছনে ফেলল দক্ষিণের পাঁচ রাজ্য। মঙ্গলবার প্রকাশিত চতুর্থ ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট অনুসারে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলি পুলিশিং, বিচার পরিকাঠামো এবং সংশোধনাগার সংক্রান্ত ব্যবস্থাপনার নিরিখে অন্য রাজ্যগুলির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এই ক্ষেত্রে ১৮টি বৃহৎ এবং মাঝারি আকারের রাজ্যের মধ্যে কর্ণাটক শীর্ষস্থান দখল করেছে। তবে পশ্চিমবঙ্গের অবস্থান সবার শেষে।
টাটা ট্রাস্টের তত্ত্বাবধানে ২০১৯ সালে শুরু হয় ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট। পুলিশ, কারাগার, বিচার বিভাগ এবং আইনি সহায়তা এই ক্ষেত্রে রাজ্যগুলির পরিকাঠামো ও পরিষেবার বিচার করে র্যাঙ্কিংয়ের জন্য বিবেচনা করা হয়েছিল। ২০২৫ সালের রিপোর্টে সবকটি মাপকাঠিতে ভাল ফল করে সামগ্রিক বিচারে প্রথম ৫ টি জায়গা দখল করে নিয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা এবং তামিলনাড়ু। কর্নাটকের স্কোর যেখানে ৬.৭৮ সেখানে পশ্চিমবঙ্গ মাত্র ৩.৬৩ পেয়ে তালিকার একদম তলায় জায়গা পেয়েছে। পশ্চিবঙ্গের ঠিক উপরে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্য।
সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে তেলেঙ্গনা। গতবছর ১১ তম স্থানে থাকলেও এবছর তারা তৃতীয় স্থানে উঠে এসেছে। সাতটি ছোট রাজ্যের মধ্যে, সিকিম সবচেয়ে ভাল কাজ করেছে, যেখানে গোয়া পিছিয়ে রয়েছে। তবে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুলিশ বিভাগে বিহার সবচেয়ে বেশি উন্নতি দেখিয়েছে। আবার ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২৫ অনুসারে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে, রাজস্থান, কেরালা এবং মধ্যপ্রদেশ বিচার সংক্রান্ত সূচকে সবচেয়ে বেশি উন্নতি করেছে। কারাগার পরিষেবার মাপকাঠিতে ওড়িশা এবং ঝাড়খণ্ড ভাল কাজ করেছে।
সার্বিক ভাবে ভারতের পুলিশি ব্যবস্থা নিয়ে রিপোর্টে বলা হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে, দেশে মোট পুলিশকর্মীর সংখ্যা ২০.৩ লক্ষের মতো। তার মধ্যে মহিলা পুলিশকর্মীর সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ৮৩৫। আইপিএস ব়্যাঙ্কে রয়েছেন ৯৬০ জন মহিলা পুলিশ আধিকারিক। দেশজুড়ে সবমিলিয়ে আইপিএস আধিকারিকদের সংখ্যা ৪ হাজার ৯৪০। আইপিএস না হলেও অফিসার পদে রয়েছেন ২৪ হাজার ৩২২ জন মহিলা পুলিশকর্মী। যা দেশের মোট নন-আইপিএস অফিসারদের সংখ্যার ৮ শতাংশ। ২ লক্ষ ১৭ হাজার ৫৫৩ জন মহিলা কনস্টেবল পদে রয়েছেন। মহিলা পুলিশকর্মীদের মধ্যে ৯০ শতাংশই কনস্টেবল পদে রয়েছেন। প্রতি ১ লাখ জনসংখ্যা পিছু পুলিশ কর্মীর জাতীয় গড় ১৫৫ জনেই আটকে রয়েছে। যা কিনা অনুমোদিত সংখ্যা ১৯৭.৫ থেকে অনেকটাই কম।