উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বন্দি বিনিময়’ করল ভারত-পাকিস্তান (India-Pakistan)। পঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে বুধবার সকালে মুক্তি দিয়েছে পাকিস্তান। এবার রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত।
এদিন সকালে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ছাড়া হয় বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে। তিনি ২৩ এপ্রিল ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাক ভূখণ্ডে প্রবেশ করলে পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। এরপর থেকে পূর্ণমকে ভারতে ফেরানো নিয়ে দু’দেশের মধ্যে চাপানউতোর চলছিল। অবশেষে এদিন সকালে হুগলির রিষড়ার বাসিন্দা ওই জওয়ানকে ভারতে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। অমৃতসরের আটারিতে জয়েন্ট চেকপোস্ট দিয়ে এদিন ভারতে প্রবেশ করেন পূর্ণম।
অন্যদিকে, পাকিস্তানি রেঞ্জারকেও মুক্তি দিয়েছে ভারত। দিন কয়েক আগে রাজস্থান থেকে আটক করা হয়েছিল তাঁকে। জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এদিন ওই পাক রেঞ্জারকে তাঁর দেশে ফিরিয়েছে ভারত।
গত ২৩ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার (Pahalgam Terror Attack) পরদিন কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান। ঘটনাচক্রে ৩ মে রাজস্থানে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে আটক হন এক পাক রেঞ্জার। তারপর বেশ কয়েকবার ‘ফ্ল্যাগ মিটিং’ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং পাক রেঞ্জার্সের। কিন্তু জট কাটেনি। অবশেষে এদিন প্রোটোকল মেনে দু’জনকে হস্তান্তর করা হল।