উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করল শাহবাজ শরিফের সরকার। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় শীর্ষ কূটনীতিককে (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ডেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা দেওয়া হয়েছে বলে খবর। যদিও কী কারণে ওই আধিকারিককে বহিষ্কার করা হল, তা স্পষ্ট জানায়নি পাক বিদেশ মন্ত্রক। তাদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই কর্তা পাকিস্তানে তাঁর সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন। সেই কারণে শরিফ সরকার তাঁকে ‘অবাঞ্ছিত’ বলে মনে করছে।
মঙ্গলবার ভারত সরকারও দিল্লির পাক হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা করেছে। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরে নানা কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁকে ‘পার্সোনা নন গ্রাটা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) গৌরব যাদব জানান, পাক হাইকমিশনের ওই ব্যক্তি ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানে পাচার করতেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ওই পাক আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ইসলামাবাদও একই পদক্ষেপ করল।