India-Pakistan Tension | সন্ত্রাসে মদত বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত, জানাল বিদেশমন্ত্রক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবারই জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আর এদিন অর্থাৎ মঙ্গলবার বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, পাকিস্তান যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন ‘বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয়ভাবে’ প্রত্যাখ্যান করে, ততক্ষণ পর্যন্ত ভারত সিন্ধু জলচুক্তি (Indus treaty) স্থগিত রাখবে। পাশাপাশি কাশ্মীর নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছে সরকার (India-Pakistan Tension)। জানিয়ে দিয়েছে, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু ছিল, আছে এবং থাকবে।

এদিন সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, ‘৭ মে, অপারেশন সিঁদুরের শুরু থেকে সংঘর্ষবিরতি ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে লাগাতার কথা হয়েছে। তৎকালীন উদ্ভুত সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও আলোচনায় ব্যবসার কথা উঠে আসেনি।’ এছাড়াও রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, জম্মু-কাশ্মীর অন্দরের বিষয়। ভারত এবং পাকিস্তান এই সমন্ধে যে কোনও বিষয় নিজেরা বুঝে নেবে। এই নীতিতে কোনও বদল হচ্ছে না। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সবরকম বাণিজ্য যে এখন বন্ধ থাকবে তাও জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।

প্রসঙ্গত, গতকালই প্রধানমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছিলেন, ‘টেরর’ ও ‘টক’ একসঙ্গে চলবে না। পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা করতেই হয়, তবে মূল অ্যাজেন্ডা হবে পাক অধিকৃত কাশ্মীর। তাছাড়া সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে পাকিস্তানকেই। জানান ‘অপারেশন সিঁদুর’ বন্ধ হয়নি, স্থগিত রাখা হয়েছে। বলেন, ‘এই ঘটনার পরে জঙ্গিরা বুঝে গিয়েছে মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, চলবে!’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Ahmedabad Plane Crash | ঝলসে যাওয়া ৪৭ টি দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় প্রহর গুনছে বাকিদের পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে...

Russia-Ukraine | আবারও রাশিয়ান ভূখণ্ডে আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন! মৃত ১, জখম ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাশিয়ান ভূখণ্ডে আবারও ড্রোন হামলা...

Gangarampur | বালিশ চাপা দিয়ে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন! গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ মায়ের    

গঙ্গারামপুর : বিশেষভাবে সক্ষম নিজের মেয়েকে বালিশ চাপা দিয়ে...

Uttarakhand | ছ’সপ্তাহে পাঁচ বার, চারধাম রুটে ঘন ঘন কপ্টার দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ছ’সপ্তাহে পাঁচ বার, পরিসংখ্যানটি...