মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Corruption Perceptions Index 24 | দুর্নীতি সূচকে ভারতের অবস্থান কোথায়? প্রতিবেশীদের কে কোথায় দাঁড়িয়ে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্নীতি সূচকে (Corruption Perceptions Indexআরও খারাপ হল ভারতের অবস্থান। জার্মানির সংস্থা ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৮০টি দেশের মধ্যে দুর্নীতি নিয়ে যে সমীক্ষা করেছে তাতে ভারতের অবস্থান ৯৬ নম্বরে। গত বছর এই অবস্থান ছিল ৯৩ নম্বরে। এবার ৩৮ নম্বর পেয়ে ভারত ক্রমতালিকায় ৩ ধাপ নিচে নেমে গিয়েছে। সবচেয়ে স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিবেচিত হয়েছে ডেনমার্ক। একবার নয় পরপর ৭ বার ডেনমার্ক তাদের এই অবস্থান ধরে রাখল। তাঁরা পেয়েছে ৯০ নম্বর।  ঠিক তার একধাপ নিচেই আছে ৮৮ নম্বর পাওয়া ফিনল্যান্ড। ৮৪ পয়েন্ট পেয়ে তিন নম্বরে আছে সিঙ্গাপুর। নিউজিল্যান্ড চলে গিয়েছে চার নম্বরে। দুর্নীতির তালিকায় এক ধাপ উপরে উঠেছে চিন। গত বছরে চিনের ঠাঁই ছিল ৭৭ নম্বরে। এ বার চিন ৭৬ নম্বরে রয়েছে। ১০০-এর মধ্যে তারা পেয়েছে ৪৩ নম্বর। দুর্নীতি বেড়েছে আমেরিকায়। তালিকায় আমেরিকার স্থান ২৮ নম্বরে। গত বার তারা ২৪ নম্বরে ছিল।

ট্রান্সপ্যারান্সি ইন্টারন্যাশনালের (Tran দেওয়া তালিকা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান।  এই তালিকায় সর্বনিম্ন অবস্থান ১৮০ নম্বরে রয়েছে তারা।  গত বছর এই জায়গায় ছিল সোমালিয়া।  ভারতের প্রতিবেশীদের মধ্যে ভারতের থেকে ভাল অবস্থানে আছে ভূটান। তাদের প্রাপ্ত নম্বর ৭২।  তালিকায় তাদের অবস্থান ১৮ নম্বরে। দুর্নীতির প্রশ্নে পাকিস্তান ২৭ পয়েন্ট এবং বাংলাদেশ ২৩ পয়েন্ট পেয়েছে। যা ভারতের থেকে অনেকটাই কম৷  নেপাল ও শ্রীলঙ্কাতেও ভারতের চেয়ে বেশি দুর্নীতি হয় বলে সমীক্ষায় উঠে এসেছে। সাধারণ ভাবে প্রতিবছর সমীক্ষা চালায় ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ১০০র মধ্যে সব দেশকে নম্বর দেয় তারা। যে দেশে যত দুর্নীতি, তাদের প্রাপ্ত নম্বর তত কম। যেমন দক্ষিণ সুদান মাত্র ৮ নম্বর পেতে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার একেবারে শীর্ষে রয়েছে। আবার ডেনমার্ক ৯০ নম্বর পেয়ে সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে চিহ্নিত।  ভারতে গত বছরের থেকে ২০২৪ সালে দুর্নীতির পরিমান বেশি।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Rahul Gandhi | ‘মহাকুম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানালেন না’, মোদির ভাষণ নিয়ে সুর চড়ালেন রাহুল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালীন লোকসভায়...

Calcutta High Court | পিএসসিকে ক্লিনচিট, বিচারক নিয়োগে স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিম্ন আদালতে বিচারক নিয়োগের পরীক্ষায়...

Congress | বাংলায় সর্বশক্তি নিয়ে নামতে তৈরি কংগ্রেস

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল করতে...

Hema Malini | ধর্মেন্দ্রকে বিয়ে করে ধর্মান্তরিত হন! পুরীর মন্দিরে পুজো দিয়ে বিপাকে হেমা মালিনী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে...