সিডনি: খোঁচা খাওয়া বাঘ সবসময় বিপজ্জনক। ভারতীয় দলকে নিয়ে সেকথাই প্যাট কামিন্সদের মনে করিয়ে দিলেন ব্রেট লি। প্রাক্তন অজি পেসারের যুক্তি, নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের ধাক্কা কাটিয়ে পুরোদস্তুর প্রস্তুত হয়ে নামবে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মধ্যে থাকবে সাফল্যের রাস্তা ফেরার বাড়তি তাগিদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যার প্রতিফলন ঘটলে অবাক হবেন না।
নিজের ইউটিউব চ্যানেলে ব্রেট লি বলেছেন, ‘কিউয়ি সিরিজ ভারতীয় দলের জন্য অত্যন্ত শিক্ষণীয় ছিল। ব্যর্থতার পর হয়তো কোচ গৌতম গম্ভীরের থেকে পশ্চাদদেশে ‘লাথিও’ পড়েছে। তবে মনে রাখতে হবে ওরা এখনও চ্যাম্পিয়ন দল। গত কয়েক সপ্তাহে কোনওকিছু ঠিকঠাক যায়নি ভারতের। ক্রিকেটে এরকম হয়ে থাকে। এবার কিন্তু নেতিবাচক ইস্যুগুলিকে ইতিবাচক বানানোর তাগিদ নিয়ে ঝাঁপাবে ওরা।’ ভারতের হোয়াইটওয়াশের কারণ খুঁজতে বসে একঝাঁক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘টি২০ ক্রিকেটের প্রভাব? ব্যাটারদের অতি-আক্রমণাত্মক মানসিকতা, নাকি স্কিল সমস্যা? নাকি প্রতিপক্ষকে গুরুত্ব না দেওয়া? আমার ধারণা ব্যর্থতায় সবকটা কারণের ভূমিকা রয়েছে। ভারত ভেবেছিল, নিউজিল্যান্ডকে অনায়াসে হোয়াইটওয়াশ করবে। সহজ সিরিজ হবে। কিউয়িদের অসম্মান নয়, ঘরের মাঠে নিজেদের শক্তির আত্মবিশ্বাসেই হয়তো এরকম ভাবনা। রাতারাতি বিরাট-রোহিতরা খারাপ হতে পারে না। আসন্ন সিরিজেই হয়তো তা দেখতে পাব।’
এদিকে, জসপ্রীত বুমরাহকে প্রশংসায় ভরিয়ে দিলেন শন টেট। প্রাক্তন অজি পেসারের মতে, তিন ফর্ম্যাটে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ফাস্টবোলার ভারতীয় তারকা। প্যাট কামিন্সকে নিয়েও সমান উচ্ছ্বসিত। টেটের দাবি, বোলিং, ব্যাটিং, নেতৃত্ব-অলরাউন্ড প্যাকেজ প্যাট কামিন্স। প্রাক্তন পেসার টেট বলেছেন, ‘কামিন্স নিঃসন্দেহে সেরা। বোলিং, ব্যাটিং, নেতৃত্ব-হয়তো ক্রিকেট বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে দামি খেলোয়াড়ও। জসপ্রীত বুমরাহ অপরদিকে তিন ফর্ম্যাটেই সেরা ফাস্ট বোলার। কাগিসো রাবাদাকে ভালো লাগে। কিন্তু বাকিদের থেকে বুমরাহ এগিয়ে সাদা বলের ফর্ম্যাটে বিশেষ দক্ষতার জন্য। ডেথ ওভারে দুর্দান্ত। একইসঙ্গে অসাধারণ টেস্ট ম্যাচ বোলার। ফাস্ট বোলার হিসেবে পুরোদস্তুর প্যাকেজ বুমরাহ।’