দুবাই: দ্বন্দ্ব ভুলে দিল্লির সঙ্গে সখ্য বাড়ানোর চেষ্টায় রয়েছে তালিবানশাসিত আফগানিস্তান। আফগান সরকার ভারতের সঙ্গে সম্পর্ককে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদারি’ বলে অভিহিত করেছে। বুধবার দুবাইয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয় ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রির সঙ্গে তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির। ২০২১ সালে কাবুল দখলের পর তালিবান ও ভারতের মধ্যে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে উচ্চপর্যায়ের বৈঠক। আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি বায়ুসেনার হামলার দু’সপ্তাহের মাথাতেই ‘কাছাকাছি এল’ নয়াদিল্লি-কাবুল।
আফগানিস্তানের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে বাণিজ্য প্রসারের বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের করাচি ও গ্বদার বন্দর এড়িয়ে চাবাহার ব্যবহার ভারতের জন্য গুরুত্বপূর্ণ। আরও বলা হয়, ‘ভারসাম্যপূর্ণ এবং অর্থনৈতিক বিদেশনীতির অংশ হিসেবে ইসলামিক এমিরেট ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী।’
অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য পরিবহণ এবং ক্রিকেট-সহযোগিতা নিয়ে বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে। আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। এছাড়া আফগান শরণার্থীদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও আমাদের তরফে বলা হয়েছে।’