Sunday, February 16, 2025
HomeExclusiveLargest Economy | ৩ বছরে তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত, দাবি গীতা গোপীনাথের

Largest Economy | ৩ বছরে তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত, দাবি গীতা গোপীনাথের

নয়াদিল্লি: প্রত্যাশার চেয়ে দ্রুত হারে বাড়ছে ভারতের অর্থনীতি। বৃদ্ধির বর্তমান হার বজায় থাকলে আগামী ৩ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে (Largest Economy) পরিণত হবে ভারত। ওই সময় এই দেশের চেয়ে এগিয়ে থাকবে মাত্র ২টি দেশ, আমেরিকা এবং চিন। শুক্রবার এই কথা জানিয়েছেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (IMF) প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ (Gita Gopinath)।

একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০২৭-এর মধ্যে ভারত তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে।’ নিজের বক্তব্যের সমর্থনে গোপীনাথের যুক্তি, ‘গত অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার আমাদের অনুমানের চেয়ে অনেকটাই বেশি ছিল। সেই ইতিবাচক প্রবণতা আমাদের এবারের পূর্বাভাসকে প্রভাবিত করেছে। এছাড়া আমাদের কাছে যেসব তথ্য ও সমীক্ষা রিপোর্ট রয়েছে তাতে দেখা যাচ্ছে, ভারতীয়দের ব্যক্তিগত খরচের পরিমাণ আগের চেয়ে বেড়েছে।’ এগুলি ভারতের অর্থনীতির আয়তন বৃদ্ধির ইঙ্গিত বলে জানিয়েছেন গোপীনাথ।

জুলাইয়ে প্রকাশিত আইএমএফের রিপোর্টে ভারতের জিডিপি বৃদ্ধির হার ২০২৪-’২৫ অর্থবর্ষে ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। চলতি বছরের শুরুতে বিনিয়োগ তথা আর্থিক পর্যবেক্ষক সংস্থা জেফ্রিসও ২০২৭-এর মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পূর্বাভাস জারি করে ছিল। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হল ভারত। ক্রমতালিকায় আমেরিকা ও চিন বাদে ভারতের আগে রয়েছে জার্মানি এবং জাপান। লোকসভা ভোটের প্রচারে একাধিকবার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ২০৪৭-এর মধ্যে ভারত বিশ্বের উন্নত দেশগুলির তালিকায় শামিল হতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি। গোপীনাথের মন্তব্যে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা জোরালো হল বলে মনে করা হচ্ছে।

২০২৩-এ লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ২০২৭-এর মধ্যে ভারত যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে তাই না। ২০৪৭-এর মধ্যে এই দেশ ৩৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular