উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২ দিনের আমেরিকা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। বৃহস্পতিবার তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। জানা গিয়েছে, বৈঠকে ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছে আমেরিকা (India-US)। বৈঠকে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে আসে। জানা গিয়েছে, এবছরই দু’দেশের মধ্যে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের লেনদেন অনেকটাই বাড়বে। তার মধ্যে রয়েছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধ বিমানও।
তবে শুধু এফ ৩৫ যুদ্ধবিমানই নয়, ভারতকে ট্যাংকরোধী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এছাড়া সি ১৩০ জে সুপার হারকিউলিস, সি-১৭ গ্লোবমাস্টার থ্রি, এমএইচ-৬০ আর সি হকস সহ একাধিক সামরিক সরঞ্জাম নিয়েও দু’দেশের মধ্যে কথা হয়েছে। গত কয়েক বছরেও আমেরিকা থেকে প্রচুর যুদ্ধ সরঞ্জাম কিনেছে ভারত (India)। ২০০৮ সাল থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের সরঞ্জাম আমেরিকার থেকে ভারত কিনেছে বলে সূত্রের খবর।