উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের যুবদলের কাছে হারল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে হারতে হয় ভারতকে। ২০২৩ সালে জুনিয়ার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পরপর দু’বার এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রতিবেশী দেশটি।
এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের। তারই মধ্যে এদিন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামে ভারত এবং বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক মহম্মদ আমান। যুধাজিৎ গুহ ৯.১ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। উইকেট পান চেতন শর্মা, হার্দিক রাজও। বাংলাদেশের হয়ে লড়াই করেন মহম্মদ শিহাব জেমস এবং রিজান হোসেন। যথাক্রমে ৪০ এবং ৪৭ রান করেন তাঁরা। ভালোই দাপট দেখান ভারতের বোলাররা। পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ১৯৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের যুব দল।
কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ৩৫.২ ওভারে শেষ পর্যন্ত ১৩৯ রানে অল আউট হয়ে যায়।