মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

India vs England : যশস্বী-গিলের অনবদ্য সেঞ্চুরি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনেই রানের পাহাড়ে ভারত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টের (India vs England)  প্রথম দিনেই কামাল করে দেখালেন ভারতীয় ব্যাটাররা। ভারতের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারলেন না ইংরেজ বোলাররা। সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিল (Shubman Gill।) প্রথম দিনের শেষে একপ্রকার রানের পাহাড়ে ভারত। দিনের শেষ ভারত ৩ উইকেট হারিয়ে সংগ্রহ ৩৫৯ রান। ১২৭ রান করে ক্রিজে রয়েছেন অধিনায়ক গিল ও সহ অধিনায়ক ঋষভ পন্থ। পন্থের সংগ্রহ ৬৫ রান।
এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। কোনও ইংরেজ বোলারই তাঁদের পরাস্ত করতে পারছিলেন না। ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল করেন ৯১ রানের পার্টনারশিপ। ৭৮ বলে ৪২ রানে আউট হন রাহুল। এদিন রানের মুখ দেখেননি এদিন অভিষেক হওয়া সাই সুদর্শন। ১৫৮ বলে ১০১ রান করে আউট হন যশস্বী। এর মধ্যে যখন তিনি ৯০ রানে, তখন ব্রাইডেন কার্সের বল সোজা এসে হাতে লাগে। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নন যশস্বী। মাঠে ফিজিও ঢুকে শুশ্রূষা করেন। চোট নিয়েই সেঞ্চুরির দোরগোড়ায় দুটি চার হাঁকান যশস্বী। পৌঁছে যান একেবারে ৯৯ রানে। সেখান থেকে একটা শর্ট রান। ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্টেই সেঞ্চুরি করলেন তিনি। তবে চা-পানের বিরতির পরই আউট হয়ে যান যশস্বী। ১৫৮ বলে তিনি করেন ১০১ রান। মারেন ১৬টি চার ও একটি ছক্কা।
যশস্বী আউট হলেও থেমে থাকেনি ভারতের রান। সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেন শুভমান গিল ও ঋষভ পন্থ। এই দুই ব্যাটারের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ক্রিস ওকস ও বেন স্টোকস সহ অন্যান্য বোলাররা। অবশেষে ১৪০ বলে শুভমান গিল করলেন টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শতরানের পথে তাঁর ব্যাট থেকে এসেছে ১২টা চার।
এদিন ভারতীয় ব্যাটারদের অসাধারণ ব্যাটিংয়ের কারণে একপ্রকার রানের পাহাড়ে ভারত। দিন শেষে ভারতের রান ৩উইকেটে ৩৫৯। ১৭৫ বল খেলে ১২৭ রান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক গিল ও ১০২ বল খেলে ৬৫ রান করে অপরাজিত রয়েছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Odisha | ওডিশায় কলেজ পড়ুয়ার মৃত্যুতে তোলপাড়, বনধ ডাকল কংগ্রেস সহ ৮ বিরোধীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ...

Axiom-4 | পৃথিবীতে পৌঁছে গেলেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী, প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ করল ‘ড্রাগন’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে...

Nimisha Priya | আলোচনায় আশার আলো! ইয়েমেনে আপাতত স্থগিত ভারতীয় নার্স নিমিশার ফাঁসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় স্বস্তি। ইয়েমেনে (Yemen) কেরলের...

Shoaib Bashir | লর্ডস টেস্টে সিরাজকে আউট করেছিলেন, এবার দল থেকেই ছিটকে গেলেন সেই শোয়েব বশির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লর্ডস টেস্টে সিরাজের উইকেটটি নিয়ে...