Wednesday, June 26, 2024
HomeBreaking NewsIndia vs South Africa | নজিরবিহীন ব্যাটিং বিপর্যয়, ‘শূন্য’ রানে ৬ উইকেট...

India vs South Africa | নজিরবিহীন ব্যাটিং বিপর্যয়, ‘শূন্য’ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড ভারতের      

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চার উইকেটে ছিল ১৫৩ রান। আর ভারতের(India vs South Africa) ইনিংস শেষ হল এই ১৫৩ রানেই। শূন্য রানে পড়ে গেল পরের ৬টি উইকেট। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে লজ্জায় মুখ পুড়ল ভারতীয় ক্রিকেট দলের। ভারত আজ যে লজ্জার নজির(shameful record)গড়ল, তা আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টের(Test match) ইতিহাসে কখনও হয়নি। ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে তিন রানে শেষ ছয় উইকেট হারিয়েছিল ইংল্যান্ড(England)। দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানে চার উইকেট থেকে ১৫০ রানে অল-আউট হয়ে গিয়েছিল। ২৪ বছর আগের এই লজ্জার রেকর্ড ভেঙে দিল ভারত।

জানা গিয়েছে, ঘরের মাঠ কেপটাউনে(Capetown) শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা(South Africa)। প্রথম ইনিংসে ব্যাট করে নেমে মাত্র ৫৫ রানেই অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। ভারতীয় পেসার মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেলে ধরাশায়ী হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। এদিন ৯ ওভার বল করে ১৫ রানে ৬ উইকেট পান মহম্মদ সিরাজ। তার মধ্যে তিনটি মেডেন ওভার। বাকি চারটি উইকেট পান জসপ্রীত বুমরাহ এবং মুকেশ কুমার।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শেষ হতেই ব্যাট করতে নামে ভারত। ভারতের মতোই দক্ষিণ আফ্রিকার বোলাররাও দেখিয়ে দিলেন নিজেদের বিধ্বংসী রূপ। লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করে ভারতের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতকেও তছনছ করে দিলেন রাবাদা, এনগিডিরা। এদিন খেলার শুরুতেই শূন্য রানে আউট হন যশস্বী জয়সওয়াল। পরে দলের রাশ ধরে রোহিত শর্মা ও শুভমান গিল। শেষে তিন উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৫৩ রান। ৯৮ রানে লিড নেয় রোহিতরা।

এরপরই শুরু হয় টেস্টের আসল খেলা। যা ঘটল তা এককথায় নজিরবিহীন। লজ্জার রেকর্ড গড়ে ফেলল টিম ইন্ডিয়া।টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দলের শেষ পাঁচ ব্যাটারের একজনও এক রানও করতে পারলেন না। যারা এদিন পরপর শূন্য রানে ফিরলেন তাঁরা হলেন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা এবং মুকেশ কুমার। একমাত্র মুকেশ কোনও বল খেলেননি। শূন্য বলে শূন্য রানে অপরাজিত থাকেন তিনি। যদিও ভারত শেষমেশ ৯৮ রানের লিড নিয়ে তাদের প্রথম ইনিংস শেষ করে।

এদিন ভারত ইনিংসের ৩৪তম ওভারে লুঙ্গি এনগিদির ওভারে ৩টি উইকেট হারায়। ৩৫তম ওভারে কাগিসো রাবাদার ৫টি বলে আরও ৩টি উইকেট হারায় টিম ইন্ডিয়া। ১১টি বলে শেষ ৬টি উইকেট খোয়ায় রোহিতরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Durgapur | বোনকে বাইকে স্টেশনে পৌঁছে দিতে যাওয়াই হল কাল, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল...

0
দুর্গাপুরঃ জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন এই সড়কে  দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনায় প্রাণহানীর মতো ঘটনা। মঙ্গলবারও এই বেহাল সড়ক কেড়ে...

Rahul Gandhi | জল্পনার অবসান, লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতা (Opposition leader) হচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল বলেন, ‘কংগ্রেস সংসদীয়...

Most Popular