উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের থেকে সামান্যতম প্রতিরোধ দেখা গেলেও, শেষরক্ষা হল না। প্রত্যাশিতভাবেই ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল। এই জয়টি টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম সিরিজ জয়।
পাঁচ দিনের খেলার মোড়কে মোড়ানো এই সিরিজে উত্তেজনা ছিল সামান্যই। যেখানে প্রথম টেস্ট ভারত শেষ করেছিল মাত্র আড়াই দিনে, সেখানে দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত করতে লেগে গেল চার দিন এবং পঞ্চম দিনের আরও একটি ঘণ্টা। ওয়েস্ট ইন্ডিজ কোনও মতে ইনিংসের হার এড়ালেও, ম্যাচের হার রুখতে পারেনি। ভারতের কাঙ্ক্ষিত জয় এল ৭ উইকেটের ব্যবধানে।
পঞ্চম দিনে ভারতের জয় নিশ্চিত করার জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান। হাতে ৯ উইকেট থাকায় এই জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। কিন্তু লোকশ রাহুল (২৫) এবং সাই সুদর্শন (৩০) জুটির ওপরই সব নির্ভর করছিল। ৩৯ রানের মাথায় আউট হয়ে ফিরে যান সুদর্শন। এরপর মাঠে নামেন অধিনায়ক শুভমন গিল। বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে তিনি মাত্র ১৩ রান করেই দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। তবে একপ্রান্তে দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন রাহুল। ঠান্ডা মাথায় নিজের অর্ধ-শতরান (অপরাজিত ৫৮) পূর্ণ করে তিনি দলকে সহজেই জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন এবং নিশ্চিত করেন আরেকটি সিরিজ জয়।

