নয়াদিল্লি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন আরও ২১০ জন ভারতীয়। রোমানিয়ার বুখারেস্ট থেকে বায়ুসেনার বিমানে করে দেশে পৌঁছেছেন তাঁরা। দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বিমানটি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। তাদের নিরাপদে দেশে ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে কয়েক হাজার ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনও বহু ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। তাঁদের দেশে ফেরানোর বিষয়ে শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধারকাজে যাতে কোনও খামতি না থাকে, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন : ‘দয়া করে পুতিনকে বলুন যুদ্ধ থামাতে’, মোদিকে অনুরোধ ইউক্রেনের