উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের সাম্প্রতিক অশান্তকর পরিস্থিতি নিয়ে সোমবার বিদেশসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন ভারতীয় বিদেশসচিব বিক্রম মিস্রী। আর ঠিক তাঁর আগের দিন অর্থাৎ রবিবার ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করল বিএনপি। যদিও দূতাবাসে পৌছানোর আগেই রামপুরার কাছে এই মিছিল আটকে দেয় বাংলাদেশ পুলিশ। এরপর মিছিল থেকে একটি প্রতিনিধি দল দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসে। উল্লেখ্য, এদিনের এই মিছিলে বিএনপি-র তিনটি শাখা যোগ দিয়েছিল-ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল। সূত্রের খবর, রবিবার বিএনপির এই মিছিলের দরুন ঢাকার রাজপথ প্রায় ১ ঘণ্টারও বেশি সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।
সম্প্রতি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি সহ পদ্মাপারের দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে ভারত-বাংলাদেশের আভ্যন্তরীণ সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় নিরাপত্তার বেড়াজাল টপকে ভেতরে প্রবেশ করে কিছু মানুষ। এই ঘটনার নিন্দাও করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে।
রবিবার ঢাকায় ভারতীয় দূতাবাসে জমা দেওয়া স্মারকলিপিতে আগরতলার ঘটনারও উল্লেখ করেছে বিএনপি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার ব্যাপারটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে তাঁরা।
প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আবহে বিএনপি-ই দেশের প্রধান রাজনৈতিক দল হিসাবে উঠে আসছে বলে মত বিশেষজ্ঞদের। এমত অবস্থায় দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের ঠিক আগের দিন বিএনপি-র এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।