Wednesday, September 11, 2024
HomeখেলাধুলাIndian Football | রেফারিংয়ের মান উন্নয়নে দেখা যাবে নয়া প্রযুক্তি

Indian Football | রেফারিংয়ের মান উন্নয়নে দেখা যাবে নয়া প্রযুক্তি

কলকাতা: রেফারিং নিয়ে ভূরিভূরি অভিযোগ দেখা যায় ভারতীয ফুটবলে। ভার প্রযুক্তি চালু করার দাবিও উঠেছে বারংবার। তবে এখনও সেই প্রযুক্তি চালু করা হয়নি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অ্যাডভান্সড রিভিউ টেকনলজি’-এর ব্যবহার করতে চলেছে আইএফএ। ভারতীয় ফুটবলে প্রথমবার এই ধরনের প্রযুক্তির ব্যবহার হতে চলেছে। আইএফএ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে।

এই প্রযুক্তির সাহায্যে বল গোললাইন অতিক্রম করেছিল কিনা তা নির্ণয় করা যাবে। আপাতত এই প্রযুক্তি পরীক্ষমূলকভাবে কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে ব্যবহার করা হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, ‘এই ধরনের প্রযুক্তি ভারতীয় ফুটবলে প্রথম। আপাতত সুপার সিক্সের ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। এই প্রযুক্তি সফল হলে পরবর্তী সময়ে অফসাইড, পেনাল্টির ক্ষেত্রেও প্রয়োগ করা হবে।’ বিগত চারমাস ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ছাত্রছাত্রীরা।

এদিকে, স্থগিত হওয়া ম্যাচগুলির নয়া সূচি ঘোষণা করেছে আইএফএ। ১ সেপ্টেম্বর মহমেডান স্পোর্টিং ক্লাব খেলবে মেসারার্সের সঙ্গে। পরের দিন মোহনবাগান পুলিশ এসির বিরুদ্ধে মাঠে নামবে। ৫ সেপ্টেম্বর মোহনবাগানের প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। পরেরদিন ইস্টবেঙ্গল খেলবে কলকাতা পুলিশের বিরুদ্ধে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Changrabandha | ট্রাক ধর্মঘটের জের, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে রপ্তানি বাণিজ্য

0
চ্যাংরাবান্ধা: সাত দফা দাবিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন (Federation Of West Bengal...

Asansol | জাল লাইসেন্স দেখিয়ে বেসরকারি সংস্থায় গান ম্যানের চাকরি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫

0
কুলটিঃ আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স দেখিয়ে একটি বেসরকারি সংস্থায় গান ম্যানের কাজ নিয়েছিলেন জনা কয়েক যুবক। সম্প্রতি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ...

DRDO | ৯ হাজার কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ডিআরডিও

0
নয়াদিল্লি: পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কে-৫  তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৯০০০ কিলোমিটার। ২০০০ কেজি ওজনের...

Dubai | বিচ্ছেদের পর ‘ডিভোর্স’ সুগন্ধী এনে চমক রাজকন্যার

0
দুবাই: নারীসঙ্গে মজে স্বামী। স্ত্রী মানবেন কেন? এই অভিযোগে বিয়ের এক বছরের পরে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা মোহাম্মদ রশিদ অল...

Jammu and Kashmir | নিশ্ছিদ্র সীমান্তের নিশ্চয়তা বিএসএফ-এর

0
শ্রীনগর: জঙ্গি তৎপরতা ও অনুপ্রবেশে জেরবার সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচন তিন দফায়। ভোট শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর। চলতি বছরেও...

Most Popular