কলকাতা: রেফারিং নিয়ে ভূরিভূরি অভিযোগ দেখা যায় ভারতীয ফুটবলে। ভার প্রযুক্তি চালু করার দাবিও উঠেছে বারংবার। তবে এখনও সেই প্রযুক্তি চালু করা হয়নি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অ্যাডভান্সড রিভিউ টেকনলজি’-এর ব্যবহার করতে চলেছে আইএফএ। ভারতীয় ফুটবলে প্রথমবার এই ধরনের প্রযুক্তির ব্যবহার হতে চলেছে। আইএফএ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে।
এই প্রযুক্তির সাহায্যে বল গোললাইন অতিক্রম করেছিল কিনা তা নির্ণয় করা যাবে। আপাতত এই প্রযুক্তি পরীক্ষমূলকভাবে কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে ব্যবহার করা হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, ‘এই ধরনের প্রযুক্তি ভারতীয় ফুটবলে প্রথম। আপাতত সুপার সিক্সের ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। এই প্রযুক্তি সফল হলে পরবর্তী সময়ে অফসাইড, পেনাল্টির ক্ষেত্রেও প্রয়োগ করা হবে।’ বিগত চারমাস ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ছাত্রছাত্রীরা।
এদিকে, স্থগিত হওয়া ম্যাচগুলির নয়া সূচি ঘোষণা করেছে আইএফএ। ১ সেপ্টেম্বর মহমেডান স্পোর্টিং ক্লাব খেলবে মেসারার্সের সঙ্গে। পরের দিন মোহনবাগান পুলিশ এসির বিরুদ্ধে মাঠে নামবে। ৫ সেপ্টেম্বর মোহনবাগানের প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। পরেরদিন ইস্টবেঙ্গল খেলবে কলকাতা পুলিশের বিরুদ্ধে।