উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয়। জখম হয়েছেন আরও দু’জন ভারতের বাসিন্দা। জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে পটনিবিন ম্যাক্সওয়েল নামের এক ব্যক্তির। তিনি কেরলের কোল্লামের বাসিন্দা। আহত দু’জনও কেরলের বাসিন্দা। তাঁদের নাম হল জোসেফ জর্জ এবং পল মেলভিন। ওই দু’জনের মুখে এবং দেহের একাংশে চোট রয়েছে। দু’জনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, সোমবার ইজরায়েলের উত্তর সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। লেবানন থেকে এই হামলা চালানো হয়। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন বা গোষ্ঠী এই হামলার দায় না স্বীকার করলেও মনে করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইজরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর গত অক্টোবর থেকেই তারা হামাসের পাশে দাঁড়িয়ে ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

