উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ভারতের শক্তি দ্বিগুণ হল। নৌসেনাকে আরও শক্তিশালী করতে আরও একটি পরমাণু অস্ত্রবহন ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজের অন্তর্ভুক্তি হল। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে মোতায়েন করা হল অরিহন্ত-শ্রেণির দ্বিতীয় সাবমেরিন, ‘আইএনএস আরিঘাট’ (INS Arighat)। ভারতের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ছিল ‘আইএনএস আরিহন্ত’ (INS Arihant)। ২০০৯ সালে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল এটি। এবার তার সঙ্গে যোগ দিল আইএনএস আরিঘাট।
সূত্রের খবর, ‘আইএনএস আরিঘাট’-এ কে-১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে। যে ক্ষেপণাস্ত্রগুলি ৭৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করে দিতে সক্ষম। এই বৈশিষ্টই ‘আইএনএস আরিঘাট’কে আরও শক্তিশালী করে তুলেছে। এই ডুবোজাহাজ ঘণ্টায় ২২-২৮ কিলোমিটার বেগে চলতে পারে। দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই ডুবোজাহাজ। ১১৩ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ সমুদ্রের ৯৮০ থেকে ১৪০০ ফুট নীচ দিয়ে চলতে পারে। এই ডুবোজাহাজটি অরিহন্ত গোত্রের অত্যাধুনিক এসএসবিএন (শিপ, সাবমার্সিবল, ব্যালিস্টিকস নিউক্লিয়ার)। এই জাহাজে চারটি কে-৪ ক্ষেপণাস্ত্র রয়েছে। যেগুলি ৩৫০০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়াও রয়েছে ১২টি কে-১৫ এসএলবিএম (সাবমেরিন-লঞ্চড র্যালিস্টিক মিসাইল)। যেগুলি ৭৫০ কিমি দূরত্বের লক্ষ্যবস্তুকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ক্ষেপণাস্ত্র ছাড়াও ২১ ইঞ্চির চারটি টর্পেডো রয়েছে এই ডুবোজাহাজে। পরমাণু শক্তিকে ব্যবহার করে এই জাহাজ সমুদ্রের উপরে ঘণ্টায় ২৮ কিলোমিটার বেগে চলবে। সমুদ্রের নীচে ঘণ্টায় এর গতিবেগ ৪৪ কিলোমিটার।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, তিন বাহিনীতে ভারতের যে পারমাণবিক শক্তি, তাকে আরও জোরদার করবে আইএনএস আরিঘাট। সেইসঙ্গে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভারত উপমহদেশীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইএনএস অরিহন্ত এবং আইএনএস আরিঘাট এই দুই জোড়া পারমাণবিক ফলার উপস্থিতিতে, সহজে ভারতকে ঘাঁটাতে চাইবে না কোনও প্রতিপক্ষ। জাতীয় স্বার্থরক্ষার ক্ষেত্রে সক্ষমতা একলাফে অনেকটা বাড়ল ভারতের। এই মাইলফলক অর্জনে কঠোর পরিশ্রম এবং সমন্বয়ের জন্য ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিও-র ভূয়সী প্রশংসা করেন রাজনাথ সিং।