উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৮০ থেকে ৮৫ তে নেমে গেল ভারতের র্যাঙ্কিং। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এ এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, ভিসা ছাড়াই যাত্রা করা যায় এমন গন্তব্যের সংখ্যা অনুসারে ১৯৯ টি দেশের পাসপোর্টকে র্যাঙ্কিং দিয়ে থাকে এই ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’।
জানা গিয়েছে, ভিসা ছাড়াই একজন ভারতীয় পাসপোর্টধারী ৫৭ টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। এইক্ষেত্রে ভারতের সঙ্গে একই র্যাঙ্কিং-এ রয়েছে নিরক্ষীয় গিনি এবং নাইজার। এই তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারী একজন ব্যক্তি বিশ্বের ১৯৫টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন বলে জানিয়েছে এই হেনলি পাসপোর্ট ইনডেক্স। এর পরের স্থানগুলিতে রয়েছে যথাক্রমে জাপান (১৯৩), ফিনল্যান্ড (১৯২), ফ্রান্স (১৯২), জার্মানি (১৯২), ইতালি (১৯২), দক্ষিণ কোরিয়া (১৯২), স্পেন (১৯২), অস্ট্রিয়া (১৯১) ও ডেনমার্ক (১৯১)।