মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Indian Railways | প্ল্যাটফর্ম বদল হবে না কুম্ভগামী ট্রেনের

শেষ আপডেট:

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার : নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভে যাওয়া পুণ্যার্থীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় টনক নড়ল রেলের। প্রয়াগরাজগামী সব ট্রেনের উপর বাড়তি নজর রাখার নির্দেশ এসেছে রেলের সব জোনে। নির্দেশিকায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কুম্ভগামী ট্রেন কোন প্ল্যাটফর্মে থামবে, তা একবার ঘোষণা করে দেওয়ার পর আর কোনওভাবেই প্ল্যাটফর্ম বদল করা যাবে না। উত্তর-পূর্ব সীমান্ত রেল ও পূর্ব রেলের কাছে যে নির্দেশিকা এসেছে, তাতে বলা হয়েছে. প্রয়াগরাজগামী সমস্ত ট্রেনের তালিকা তৈরি করতে হবে। সেইসব ট্রেনে যাত্রীদের ভিড় কতটা তা সিসিটিভিতে নজর রাখতে হবে। যাত্রীদের ভিড় বাড়তে থাকলে আরপিএফ সহ রেলের বিভিন্ন বিভাগকে যৌথভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশনে কোনওভাবে যেন হুলুস্থুল পরিবেশ তৈরি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে কর্তৃপক্ষকে।  মহিলা ও শিশুদের নিরাপত্তার উপর বাড়তি নজর রাখার কথা বলা হয়েছে। বড় স্টেশনগুলিতে অতিরিক্ত আরপিএফ মোতায়েন সহ অন্যান্য রেলকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার সৌরভ দত্ত বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশিকা রয়েছে। নির্দিষ্ট প্ল্যাটফর্ম ঘোষণা হওয়ার পর তা পরিবর্তন করা যাবে না। যাত্রীদের সংখ্যা জানতে সিসিটিভিতে মনিটরিং করা হচ্ছে। তবে যাত্রীদের একাংশ উচ্ছৃঙ্খল  হলেই সমস্যা তৈরি হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এনজেপি সহ কাটিহার ডিভিশনের সব স্টেশনের উপর বাড়তি নজরদারি রাখা হয়েছে। সেই সঙ্গে আলিপুরদুয়ার ডিভিশনের নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জংশন স্টেশনে রেলকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে কোন ট্রেনে কত যাত্রী রয়েছেন, তা হিসাব রাখা হচ্ছে। অতিরিক্ত যাত্রী হঠাৎ প্ল্যাটফর্মে চলে আসছেন  কি না, তাও নজরে রাখছে স্টেশন কর্তৃপক্ষ। যাত্রীদের রেল ট্র্যাক পারাপারে বিধিনিষেধ রয়েছে।

নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেনের প্রয়াগরাজে স্টপ রয়েছে। যেমন
আলিপুরদুয়ার জংশন থেকে সিকিম-মহানন্দা এক্সপ্রেসে প্রয়াগরাজ যাওয়ার সুবিধা থাকায় এই ট্রেনে কুম্ভ যাত্রীদের ভিড় রয়েছে। এছাড়াও নিউ আলিপুরদুয়ারে স্টপ রয়েছে কামাখ্যা-টুন্ডলা জংশন কুম্ভ স্পেশাল, গুয়াহাটি-বারমেঢ় এক্সপ্রেস,  গুয়াহাটি-বিকানির এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, গুয়াহাটি-লোকমান্য তিলক এক্সপ্রেস, ডিব্রুগড়-লোকমান্য তিলক এক্সপ্রেসের।

নিউ কোচবিহার থেকে আগরতলা-লোকমান্য তিলক এসি এক্সপ্রেস,  নিউ নাহারলাগুন-টুন্ডলা জংশন কুম্ভ েস্পশাল, রাঙ্গাপাড়া-নর্থ টুন্ডলা স্পেশাল, ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আগরতলা-রানি কমলাপতি স্পেশাল, নাহারলাগুন-হাপা স্পেশাল প্রয়াগরাজ ছুঁয়ে চলাচল করে। এই ট্রেনগুলির যাত্রী সুরক্ষায় জোর দেওয়া হয়েছে।

তবে মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকে আলিপুরদুয়ার ডিভিশনে তেমন ভিড় দেখা যায়নি। তা সত্ত্বেও ঝুঁকি নিতে চাইছে না রেল। কোনওরকম গুজব যাতে ছড়িয়ে পড়তে না পারে তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে নিয়মিত মাইকিং করে সকলকে সতর্ক থাকতে বারবার বলা হচ্ছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Kharibari | তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই পঞ্চায়েত সদস্যদের, বিজেপির মদত, দাবী জেলা সভানেত্রীর   

খড়িবাড়ি: খড়িবাড়ির বিন্নাবাড়িতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে। একমাস যেতে...

Dinhata | দিনের আলোয় ডোবা ভরাট! নীরব প্রশাসন

দিনহাটা: গত এক সপ্তাহ ধরে দিনের আলোয় ভরাট করা...

Cooch Behar | সিঁদুর পরার ধরনে বদল! কী বলছেন আধুনিকা নারীরা?

কোচবিহার: আগে ঘরে-বাইরে বিবাহিত মেয়েদের কপালে সিঁদুরের টিপ আর...

Balurghat | পাইপলাইন জোড়ার আঠা দিয়ে কৃষ্ণের মূর্তি

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: মাটি দিয়ে মূর্তি তৈরির কথা সকলের...