মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ ব্লকের (Mekhliganj) তিনবিঘা সংলগ্ন খোলা সীমান্তে অস্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তাল হয়েছিল সীমান্ত (India-Bangladesh border)। তবে বাধা উপেক্ষা করেই ফসল বাঁচাতে জিরো সীমান্তে কাঁটাতারের অস্থায়ী বেড়া দেন গ্রামবাসীরা। এবার সেই বেড়া মেরামত করতে গেলেও বাধা দেয় বিজিবি (BGB)। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার এনিয়ে একপ্রকার কথা কাটাকাটি হয় বিজিবি ও ভারতীয় গ্রামবাসীদের মধ্যে। তবে গ্রামবাসীদের পাশে দাঁড়ায় বিএসএফ (BSF)। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিজিবি-এর সদস্যরা অস্থায়ী বেড়া দিতে মানা করছেন। তবে কর্ণপাত না করেই ভারতীয় গ্রামবাসীরা কাজ চালিয়ে যাচ্ছেন। গ্রামবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে বিএসএফ জওয়ানরাও। এই ভিডিওর সত্যতা স্বীকার করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা শেফালি রায়ের স্বামী অনুপ রায়। তিনি বলেন, ‘কাল যতটা বাঁশ জোগান ছিল তা লাগানো হয়েছে। পরবর্তীতে আবার লাগানো হবে। বিএসএফ জওয়ানরা আমাদের নিরাপত্তায় সর্বদা সঙ্গে রয়েছেন। তিনবিঘা করিডর চুক্তি অনুযায়ী শূন্য সীমানায় বেড়া দেওয়া যাবে। যদি বাধা দেওয়া হয় পরবর্তীতে গ্রামবাসীরা গিয়ে তিনবিঘা করিডর বন্ধ করে দেবে।’ স্থানীয় এক কৃষক বলেন, ‘আমাদের দেওয়া কাঁটাতারটিকে সুরিক্ষিত করতেই আমরা কাঁটাতারের বেড়ার ওপরে বাঁশ বেঁধে দিচ্ছিলাম। কিন্তু বিজিবি এসে বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করেই আমরা কাজ করেছি।’ এনিয়ে বিএসএফের ০৬ ব্যাটালিয়নের সিও ক্ষনিন্দ্র চৌধুরী বলেন, ‘বিএসএফ সর্বদা সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে আছে। এলাকার মানুষদের নিরাপত্তা দিতে আমাদের জওয়ানরা কর্তব্যরত।’
প্রসঙ্গত, সম্প্রতি বিজিবি এবং বাংলাদেশিদের বাধা উপেক্ষা করেই কাঁটাতারের বেড়া দিয়েছিল ভারতীয় গ্রামবাসীরা। ঘটনার পর থেকেই সীমান্তে বিএসএফের কড়া নজরদারি দেখা গিয়েছিল। তবুও নজর এড়িয়ে অনেক জায়গায় সেই কাঁটাতারের বেড়া কেটে পাচারের ঘটনা ঘটছে। তাই কাঁটাতারের বেড়া সুরক্ষিত রাখতে এবার এই পদক্ষেপ গ্রামবাসীদের।