নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শারজায় পিঙ্ক লেডিজ কাপে খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল। টুর্নামেন্ট হবে ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে। এই টুর্নামেন্টে ভারত খেলবে জর্ডন (২০ ফেব্রুয়ারি), রাশিয়া (২৩ ফেব্রুয়ারি) ও কোরিয়া রিপাবলিকের (২৬ ফেব্রুয়ারি) বিপক্ষে। ভারতীয় দল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে প্রস্তুতি নিচ্ছে। দল শারজার উদ্দেশ্যে রওনা দেবে ১৮ তারিখ। দলের কোচ ক্রিসপিন ছেত্রী এদিন ২৩ সদস্যের দল ঘোষণা করেন।
দলে যাঁরা সুযোগ পেলেন-
গোলকিপার : এলেঙ্গবান পানথোই চানু, পায়েল বাসুদে, শ্রেয়া হুডা
ডিফেন্ডার : অরুণা বাগ, কিরণ পিসদা, মার্টিনা থকচোম, নির্মলা দেবী, পূর্ণিমা কুমারী, সঞ্জু, সিল্কি দেবী, সুইটি দেবী
মিডফিল্ডার : বাবিনা দেবী, ড্যাংমাই গ্রেস, মৌসুমি মুর্মু, প্রিয়দর্শিনী সেল্লাদুরাই, প্রিয়াংকা দেবী, রতনবালা দেবী
স্ট্রাইকার : করিশ্মা শিরভোইকর, লিন্ডা কম, মনীষা, রেণু, সন্ধ্যা রঙ্গনাথন ও সৌম্যা গুগুলোথ।