ভুবনেশ্বর: টাকা তুলতে গেলে এটিএম আমজনতার অন্যতম প্রধান বলভরসা। এবার চাল কেনার জন্যও এটিএম স্থাপন করে তাক লাগিয়ে দিল ওডিশা (Odisha)। বৃহস্পতিবার ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে দেশের প্রথম চালের এটিএম (Rice ATM) যার পোশাকি নাম অন্নপূর্তি গ্রেইন এটিএম উদ্বোধন করেন ওডিশার খাদ্যমন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র। উপস্থিত ছিলেন ভারতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নোজোমি হাশিমোতো। এবার থেকে ওই এটিএমে ২৪ ঘণ্টা চাল এবং গম পাওয়া যাবে।