মেখলিগঞ্জ ও চ্যাংরাবান্ধা: বুধবার সারা দেশে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এদিন মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আধিকারিকদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিল বিএসএফ। বুধবার বিএসএফের ৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট মজুরাম মিনা সহ অন্য আধিকারিকরা বিজিবির রংপুর সেক্টরের আধিকারিকদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়েছেন। মজুরাম মিনা বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেকারণে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিজিবির হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছে।’
অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসে চ্যাংরাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তাদের মিষ্টিমুখ করায় বিএসএফ। এই উপলক্ষ্যে এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিজয়কুমার মেহতা, ১৪৮ ব্যাটালিয়নের কমান্ডান্ট বনাম্বর সাহু প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : বিজেপির নতুন জেলা কমিটি ঘোষণা রায়গঞ্জে