রাজ্য

Drinking water crisis | তিনটি নতুন জলাধার তৈরির উদ্যোগ, পানীয় জল নিয়ে দুশ্চিন্তা বীরপাড়ায়

বীরপাড়া: এই গরমে যদি জলও ঠিকঠাক পাওয়া না যায়, তাহলে তো চিন্তা বাড়বেই। বীরপাড়াবাসীর বর্তমান পরিস্থিতি ঠিক এমনই। পানীয় জলের সমস্যা যেন দিনরাত ভাবাচ্ছে সকলকে। শহরের বেশিরভাগ এলাকায় বছরের পর বছর বন্ধ জল সরবরাহ। কয়েকটি এলাকায় ব্যবস্থা থাকলেও নিয়মিত হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। কয়েক বছর আগে বীরপাড়ার একাংশে বসানো নতুন পাইপলাইনে আজও জল সরবরাহ শুরু হয়নি, জানান স্থানীয় বাসিন্দারা। এদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বীরপাড়া স্টেশন সূত্রে খবর, বীরপাড়ায় পানীয় জলপ্রকল্প ঢেলে সাজানোর কাজ অনেকদূর এগিয়েছে। বীরপাড়ায় একটি জলাধার রয়েছে। আরও তিনটি নতুন জলাধার তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। একেকটির জন্য খরচ হতে পারে এক কোটি।

বীরপাড়ার ভানুনগরে রয়েছে একমাত্র জলাধারটি। সেখানেই রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিস। জলাধারটি প্রায় চল্লিশ বছর আগে তৈরি করা হয়। তখন বীরপাড়ার জনসংখ্যা ছিল এখনের চেয়ে অনেক কম। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জলের চাহিদাও, যা এখন চিন্তার কারণ হয়ে দঁাড়িয়েছে।
বীরপাড়ার দেবীগড় কলোনি, শরৎ চ্যাটার্জি কলোনি, রবীন্দ্রনগর, পুরোনো বাসস্ট্যান্ড চত্বরেও আগে ট্যাপকলের মাধ্যমে জল সরবরাহ করা হত। প্রায় কুড়ি বছর ধরে ওই এলাকাগুলিতে জল সরবরাহ বন্ধ। ট্যাপকলগুলি ভেঙেচুরে গিয়েছে। প্রকল্প সূত্রের খবর, আগে সিমেন্টের পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হত। বহুবার রাস্তা মেরামত ও পুনর্নির্মাণের সময় পাইপলাইন ভেঙে যায়। পরবর্তীতে নতুন পাইপলাইন বসানো হয়নি।

ক্ষুদিরামপল্লির সিংহভাগ এলাকায় পাইপলাইন নেই। ওই এলাকায় জনবসতি অনেকটাই বিস্তৃত হয়েছে। রেললাইনের উত্তরে হাসপাতালপাড়া, সারদাপল্লি, কলেজপাড়া, সুভাষপল্লি এলাকায় পাইপলাইনের মাধ্যমে এখনও জল সরবরাহ করা হয়। অনেক পরিবারের বিরুদ্ধে আবার বেআইনিভাবে পাম্প লাগিয়ে মূল পাইপলাইন থেকে জল টেনে নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে বেশ কয়েকটি বাড়িতে সরকারি উদ্যোগে পানীয় জলের সংযোগ দেওয়া হলেও সেগুলি এখনও চালু করা হয়নি।

পাইপলাইন থাকলেও সুভাষপল্লি, ভানুনগর, কলেজপাড়া, সারদাপল্লির বহু জায়গায় ট্যাপকল নেই। অনেক জায়গায় মূল পাইপলাইনে সরু পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলিকে ট্যাপকল হিসেবে ব্যবহার করেন স্থানীয় বাসিন্দারা। মোতিমিলের ব্যবসায়ী সুশীল বর্মন বলেন, ‘কোনওদিন একবার বা দু’বার জল সরবরাহ করা হয়। আমি পাশের একটি বাড়ি থেকে জল নিয়ে ব্যবহার করি।’

ছয় বছর আগে কলেজ রোড পুনর্নির্মাণের পর পাইপলাইন অনেক নীচে চলে যায়। মোতিমিলে পাইপলাইন থেকে একটি ছোট পাইপ বের করে রাখা হয়েছে। ওই পাইপ থেকে জল নিতে নিকাশিনালায় নামতে হয় স্থানীয়দের। দোকানদার জগদীশ বর্মন বলেন, ‘আট বছর ধরে এভাবেই দূষিত জল ব্যবহার করছি।’ কলেজপাড়ার উত্তরাংশেও পাইপলাইন নেই। ওই এলাকার িক্ষতীশ সাহা বলেন, ‘আমরা কবে সরকারি প্রকল্পের জল পাব জানি না।’ বিরবিটি এলাকায় এখনও পাইপলাইন পাতা হয়নি। এলাকার সনৎ শীলের কথায়, ‘জল সরবরাহ ব্যবস্থাই মুখ থুবড়ে পড়েছে।’

রেললাইনের দক্ষিণাংশে রেলস্টেশন লাগোয়া এলাকায় একই ছবি। প্রকল্পের বীরপাড়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্ণব সাধুখাঁ বলেন, ‘২০২৪ সালের মধ্যেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে এগোনো হচ্ছে। জলাধারগুলি তৈরির কাজ শেষ হলেই নতুন পাইপলাইন বসানোর কাজ শুরু হবে।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Gangarampur | খাবারের গুণগত মান যাচাই করতে গঙ্গারামপুরে দোকান-রেস্তোরাঁয় অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের

গঙ্গারামপুরঃ শহরে বিভিন্ন নামী রেস্তোরাঁ, মিষ্টির দোকান কিংবা বেনামি খাবারের দোকানে বিশেষ অভিযান চালিয়ে চক্ষুচড়কগাছ…

6 hours ago

Nagrakata | ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে আনন্দ দিতে সহায় সম্বলহীনদের সঙ্গে ৪০ তম বিবাহবার্ষিকী পালন করলেন স্বামী

নাগরাকাটাঃ ক্যান্সার আক্রান্ত স্ত্রী কে নিয়ে সহায় সম্বলহীনদের সঙ্গে নিজের ৪০ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন…

6 hours ago

Stampede Death | ধর্মপ্রচারের জন্য গোয়েন্দার চাকরি ছাড়েন স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবা, সৎসঙ্গে মৃত বেড়ে ১১৬

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরসের সিকান্দরারাউ এলাকায় চলছিল ‘সৎসঙ্গ’। সেই ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট (Stampede…

7 hours ago

Chopra Assault case | চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন মুখ্যমন্ত্রীর, সালিশি সভা আটকাতে নির্দেশ

চোপড়া: চোপড়াকাণ্ডের জেরে বিধায়ক হামিদুল রহমানকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হামিদুল নিজে থেকে…

7 hours ago

Chopra | আগ্নেয়াস্ত্র নিয়ে জেসিবি গ্যাঙের ছবি প্রকাশ্যে, এখনও চাপা আতঙ্ক চোপড়ায়

চোপড়া: যুগলকে নিগ্রহের ঘটনায় তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবি গ্রেপ্তার হলেও এখনও চাপা আতঙ্ক রয়েছে…

8 hours ago

Bhorer Aalo | ভোরের আলোতে তৃণমূল কাউন্সিলরের দখলে সরকারি জমি! উদ্ধার করল প্রশাসন

রাজগঞ্জঃ গজলডোবায় ভোরের আলো প্রকল্পের পাশে তৃণমূল কাউন্সিলরের কয়েক বিঘা জমি দখলমুক্ত করল প্রশাসন। জমিটি…

8 hours ago

This website uses cookies.