বিপ্লব হালদার, তপন: এবার থেকে চোখ থাকবে শুধু বইয়ের পাতায়। মোবাইলের স্ক্রিনে নয়। সেই ভাবনাকে সামনে রেখে কড়া পদক্ষেপ করল তপন(Tapan) হাইস্কুল। মোবাইল গেম বা মুভি থেকে পড়ুয়াদের দূরে রাখতে স্কুলে ফোন ব্যবহার ‘নিষিদ্ধ’ করল তপন হাইস্কুলের পরিচালন সমিতি। পরিচালন সমিতির এমন সিদ্ধান্তে শোরগোল পড়েছে তপনজুড়ে।
যুগ ইন্টারনেটের। ক্রমাগত তরুণ প্রজন্ম বন্দি হয়ে পড়ছে মুঠোফোনে। মোবাইলে গেম খেলতে কিংবা মুভি দেখতে ঝোঁক বাড়ছে পড়ুয়াদের মধ্যেও। দেখা যাচ্ছে, লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলছে তারা। তাই এই কঠোর সিদ্ধান্ত।
স্কুল কর্তৃপক্ষের দাবি, কয়েক মাস ধরে স্কুলে পড়ুয়াদের ফোন ব্যবহার অনেকটা বেড়ে যায়। ক্লাস চলাকালীন অনেকে সবার সামনেই ফোন ব্যবহার করতে শুরু করে। আবার ক্লাস না করে বাইরে গিয়ে ফোনে কথা বলার প্রবণতাও বাড়ছিল। এমনকি, কয়েকটি দলে ভাগ হয়ে পড়ুয়াদের একসঙ্গে গেম খেলতেও দেখা যায়। এমন পরিস্থিতিতে অস্বস্তি বাড়ছিল শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। পড়ুয়াদের বাগে আনতে হিমসিম খেতে হচ্ছিল তাঁদের। এবার পড়ুয়াদের বাগে আনতে কঠোর সিদ্ধান্ত নিল তপন হাইস্কুলের পরিচালন সমিতি।
সিদ্ধান্ত অনুযায়ী, কোনও পড়ুয়া স্কুলে(School) মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। পরিবারের লোকজনের সঙ্গে জরুরি কথা বলতে হলে স্কুল থেকে ফোন করা হবে। তপন হাইস্কুলের সহ শিক্ষক অলোক সরকারের বক্তব্য, ‘বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারের যেমন আশীর্বাদ ও অভিশাপ আছে, তেমনই মোবাইল বর্তমানে পড়ুয়াদের কাছে এক ভয়ংকর সুন্দর যন্ত্র হয়ে উঠেছে। আস্তে আস্তে মোবাইল ম্যানিয়াতে আসক্ত হয়ে পড়ছে ওরা। স্কুল ক্যাম্পাসে প্রায় সর্বক্ষণই হয় কল নইলে সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকছে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ও বই খাতার প্রতি তাদের আরও যত্নশীল হতে প্রতিটি স্কুল ক্যাম্পাসে ফোন ব্যবহার নিষিদ্ধ করা দরকার।’
ওই স্কুলের টিআইসি কাজি আবদুল মৌদুদ বলেন, ‘স্কুলে আসার পরেও ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল। এতে লেখাপড়ার ক্ষতি হচ্ছিল। তাই স্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল নিষিদ্ধ করা হয়েছে।’