আজাদ, মানিকচক: পোকা থিক থিক করছে চালে। আর সেই চাল দিয়েই রান্না হচ্ছে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য খিচুড়ি। মানিকচকের (Manikchak) চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুরে আইসিডিএস সেন্টারে (ICDS Centre) পোকাযুক্ত চাল হাতেনাতে ধরল গ্রামবাসীরা। আইসিডিএস কর্মী ও সহযোগীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসী।
গ্রামবাসীর অভিযোগ, প্রতিদিন পুষ্টিযুক্ত খাবারের বদলে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে শিশু ও গর্ভবতী মহিলাদের। রান্না করা খিচুড়িতে থাকছে পোকা। কেন খিচুড়িতে পোকা, তা ধরার জন্য গ্রামবাসী রান্নার আগেই চাল দেখতে চায়। দেখা যায় চালে পোকা থিকথিক করছে। আর সেই পোকাযুক্ত চাল রান্না করা হয় প্রতিদিন। এতে ব্যাপক ক্ষুব্ধ হয়ে পড়ে গ্রামবাসী। ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ ও মানিকচক আইসিডিএস দপ্তরের আধিকারিকরা। তাঁদের সামনে গ্রামবাসী আইসিডিএস সেন্টারের কর্মীদের বদলির দাবিতে মানিকচক সিডিপিওকে লিখিত অভিযোগও জানান।
স্থানীয় বিক্ষোভকারী রিনা সরকারের প্রশ্ন, ‘পোকাযুক্ত চাল খেয়ে আমাদের শিশুরা অসুস্থ হলে দায়িত্ব কে নেবে? আইসিডিএসের দিদি রোজ এই ধরনের খাবার দেন। এমনকি যে পাত্রে রান্না করে সেই পাত্রও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে না।’ যদিও আইসিডিএস সেন্টারের কর্মী কৃষ্ণা সরকারের সাফাই, ‘অফিস থেকে যে ধরনের চাল দেওয়া হয়, সেই চাল আমরা রান্না করি। প্রায় এক বছরের চাল দিয়ে একবারে বরাদ্দ হয়। সেই চাল অনেকদিন পড়ে থাকে বলে পোকা হয়। আমাদের দোষ নেই।’