Thursday, July 4, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গGold Smuggling | সোনার দোকানের আড়ালে সক্রিয় আন্তর্জাতিক পাচার চক্র, গ্রেপ্তার ২

Gold Smuggling | সোনার দোকানের আড়ালে সক্রিয় আন্তর্জাতিক পাচার চক্র, গ্রেপ্তার ২

শিলিগুড়ি: হলমার্ক সোনার দোকানের আড়ালে আন্তর্জাতিক সোনার পাচার চক্রের(Gold Smuggling) হদিশ। আমেরিকা, সুইজারল্যান্ডের থেকে পাচার হয়ে আসা সোনা বাংলাদেশের পথ ধরে আনা হত ইসলামপুর বাজারের ওই সোনার দোকানে। এরপর সেটা চলে যেত তমলুক, কলকাতায়। শেষমেষ ফিল্মি কায়দায় গোটা চক্রের ফাঁস করল শিলিগুড়ি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। ইতিমধ্যেই এই ঘটনায় ওই সোনার দোকানের মালিক ভিমা সুভাষ বিভূতি সহ সোনা পাচারের সময় হাতে না হাতে ধরা পড়েছে সুরোজ শিবাজী পাওয়ার নামের এক যুবক। জানা গিয়েছে, সুরোজ তমলুকে গোল্ড পিউরিটির চেকের কাজ করে। সেখান থেকে ওই সোনা বিভিন্ন জায়গায় পাঠানো হয় বলে জেরায় স্বীকার করেছে সুরোজ। দুইজনের কাছ থেকে মোট ৫ কেজি ১৭৩ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য তিন কোটিরও বেশি। ভিমার কাছ থেকে নগদ ৩৪ লক্ষ ৬৬ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার দুই ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী রতন বণিক বলেন, ‘একটা বড় আন্তর্জাতিক চক্রের হদিশ পাওয়া গিয়েছে। এরসঙ্গে আরও কিছু জনের নাম পাওয়া গিয়েছে। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।’

ডিআরআই সুত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে, এক যুবক বাসে করে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিদেশি সোনা তমলুকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়া মাত্র ডিআরআই-এর একটি প্রতিনিধি দল ইসলামপুরে চলে যায়। যদিও ইসলামপুরে পৌঁছোনোর পর খোঁজখবর নিয়ে ওই প্রতিনিধি দল জানতে পারে, তাঁরা পৌঁছোনোর কিছুক্ষণ আগেই ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে তমলুকের বাসে ওই যুবক রওনা দিয়ে দিয়েছে। এরপরই ওই বাসের খোঁজখবর নিতে শুরু করে প্রতিনিধি দল। শেষমেষ দুই ঘণ্টা চেষ্টার পর রায়গঞ্জের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে ওই বাসটি আটকানো হয়। এরপর সুরোজ শিবাজী পাওয়ার নামের ওই যুবককে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের পর স্পট সমন করা হয়। ভোরের মধ্যে শিলিগুড়ি ডিআরআই অফিসে আসতে বলা হয়। যদিও নিরাপত্তা চেয়ে সে ওই সময়ই শিলিগুড়ি ডিআরআই অফিসে আসার সিদ্ধান্ত নেয় সুরোজ। এরপর ডিআরআই অফিসে জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছ থেকে ৩ কেজি ৬৬০ গ্রামের তিনটে বার উদ্ধার হয়। ওই সোনার বারগুলো সে কোমড়ে বিশেষ বেল্টের পকেটে রেখেছিল। যদিও তার কাছে এই বিদেশি সোনা এল কিভাবে! সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই ইসলামপুরের রামকৃষ্ণ পল্লির জীবন মোড়ের বাসিন্দা ভিমা সুভাষ বিভূতির নাম উঠে আসে।

এরপর বৃহস্পতিবার ভোরেই ডিআরআই-এর আর একটি টিম তাঁর বাড়িতে চলে যায়। বিএসএফ-এর সহযোগিতায় বাড়ি ঘিরে নেওয়া হয়। এরপর তাঁর বাড়িতে তল্লাশি করে সবমিলিয়ে আটটি সোনার বার উদ্ধার হয়। সোনা উদ্ধার হয় ৯৩২.৮০ গ্রাম। ২৪ ক্যারেটের ওই সোনার বারগুলোতে আমেরিকা ও সুইজারল্যান্ডের চিহ্ন পাওয়া গিয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়, ১৪ লক্ষ টাকা। যা পাচার করে আনা সোনা বিক্রি করেই পাওয়া বলে স্বীকার করে ভিমা। এরপর তাঁর ইসলামপুরের সোনার দোকান থেকে আরও ৫৭০ গ্রাম সোনা উদ্ধার হয়। পাশাপাশি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়।

জেরায় ভিমা জানায়, আমেরিকা, সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ হয়ে পাচার করে নিয়ে আসা সোনা কলকাতা, তমলুকে সে পাঠাত। প্রসঙ্গত, ভিমা ও সুরোজ দুইজনেই মহারাষ্ট্রের বাসিন্দা। সুরোজ বর্তমানে তমলুক গৌরিশংকর মোড় এলাকায় থাকে। বৃহস্পতিবার রাতে যাবতীয় সোনা, টাকা বাজেয়াপ্ত করে শিলিগুড়িতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

দুর্নীতিতে আলোর খোঁজে নয়া প্রজন্ম

0
চিরদীপা বিশ্বাস  রাত প্রায় এগারোটা, হস্টেলের রুমে আলোচনায় নিমগ্ন তিনটি ছেলে। বয়স তাদের একুশ-বাইশের এপাশ-ওপাশ। আলোচনার বিষয়বস্তু ফুটবল, ক্রিকেট বা রাজনীতি নিয়ে শুরু হলেও...

অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে আজ

0
  কৌশিক দত্ত গল্পটা মালবাজারের একটি স্কুলের। বছর দশেকের এক ছাত্রকে বাবা-মা নিয়ে এলেন এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে। দিনের পর দিন স্কুলে যেতে চায় না...

NEET-UG Paper Leak Case | নিট প্রশ্নফাঁসকাণ্ডে বড় সাফল্য, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মূল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁসকাণ্ডে (NEET-UG Paper Leak Case) বড় সাফল্য। প্রশ্নফাঁসে অভিযুক্ত এক ব্যক্তিকে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদ থেকে গ্রেপ্তার...
Representatives of the National Human Rights Committee reached Chopra

Chopra | চোপড়ায় পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিনিধিরা

0
চোপড়া: বৃহস্পতিবার সকালেই চোপড়ার(Chopra) লক্ষ্মীপুরে এসে পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির(National Human Rights Committee) প্রতিনিধি দল। এদিন গ্রামে পৌঁছোতেই প্রতিনিধি দলটি নির্যাতিত চলে যুবক...

Chhattisgarh | ছত্তিশগড়ের জঙ্গলে ভয়াবহ এনকাউন্টার, মৃত অন্তত ৫ মাওবাদী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ছত্তিশগড়ে (Chhattisgarh) জঙ্গলে মাওবাদী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। মঙ্গলবার রাতের গুলির লড়াইয়ে নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল (মাওবাদী)-র অন্তত পাঁচ সদস্যের মৃত্যু...

Most Popular