ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষের জন্য চালু করেছিলেন স্বাস্থ্যসাথী কার্ড। প্রসঙ্গত রাজ্যের প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পান, তার জন্যেই এই স্বাস্থ্যসাথী কার্ড চালু করা হয়েছিল। কিন্তু প্রথম থেকেই অভিযোগ শোনা যাচ্ছিল, অনেকেই স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাননি আবেদন করা সত্ত্বেও। এরকমই অভিযোগ ছিল নামখানা চন্দনপুরের বাসিন্দা প্রতিবন্ধী কালীপদ দাসের। আর্থিক সামর্থ্য নেই বলে চিকিৎসা করাতে পারছিলেন না প্রতিবন্ধী কালীপদ দাস। অবশেষে খবর যায় নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুরের কানে। এবং তড়িঘড়ি তিনি চিকিৎসা পরিষেবা দেবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড এর ব্যবস্থা করে দেন কালীপদ দাসের জন্য। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে খুশি কালীপদবাবু ও তাঁর পরিবার। পাশাপাশি নামখানার বিডিওর এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মহলে। আপাতত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নিশ্চিন্ত কালীপদ দাস। এবার তিনি নিখরচায় চিকিৎসা করাতে পারবেন।
আরও পড়ুন: কয়েক ঘণ্টাতেই হল স্বাস্থ্যসাথী কার্ড, উদ্যোগী মহকুমা শাসক