মুম্বই: আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সম্ভবত শুধু মুম্বইয়ে ম্যাচগুলি হতে চলেছে। ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং নবী মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হতে পারে ম্যাচগুলি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকে এ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গতবার করোনা পরিস্থিতির মধ্যে আইপিএল ভারতেই শুরু হয়েছিল। চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ ও দিল্লিতে খেলাগুলি হয়েছিল। কিন্তু কিছু দিন প্রতিযোগিতা চলার পরে বিভিন্ন দলে করোনা সংক্রমণ শুরু হয়। এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জেরে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। এর জেরে মাঝপথেই বন্ধ করে দিতে হয় প্রতিযোগিতা। দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়। এবার তাই একটিই শহরে আইপিএল করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।