Thursday, December 5, 2024
HomeTop NewsIPL-2025 Auction | বিকেলেই আইপিএলের নিলাম জেড্ডায়, পছন্দের ক্রিকেটার কেনার লড়াইয়ে ১০...

IPL-2025 Auction | বিকেলেই আইপিএলের নিলাম জেড্ডায়, পছন্দের ক্রিকেটার কেনার লড়াইয়ে ১০ দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএলের নিলামের। বিকেল থেকেই জানতে পারা যাবে কোন ক্রিকেটারকে কত দামে কিনল ফ্রাঞ্চাইজিরা। দুই দিন ধরে চলবে ক্রিকেটার কেনার লড়াই ১০ দলের। যদিও আইপিএলের নিলামের রয়েছে বিভিন্ন নিয়ম।

জানা গিয়েছে ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে নিলাম শুরু হবে সৌদি আরবের জেড্ডায়। সেখানে সব দলের প্রতিনিধিরা থাকবেন। গতবারের মতো এবারও নিলাম পরিচালনা করবেন মল্লিকা সাগর। এই নিলাম প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস এবং জিয়োসিনেমা। ২০২৫ আইপিএলে মোট ১০টি দল খেলবে। প্রতিটি দল সর্বাধিক ২৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারে। সব দল ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে রাখতে পারে। এই বছর নিলামে উঠবেন ৫৭৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। বাকি ২০৮ জন বিদেশি। ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ৩১৮ জন কখনও দেশের হয়ে খেলেননি। বিদেশিদের মধ্যে ১২ জন আছেন যাঁরা দেশের হয়ে খেলেননি। ভারতীয় দলের হয়ে খেলা ৪৮ জন ক্রিকেটার নিলামে উঠবেন। বিদেশিদের মধ্যে ১৯৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যাঁরা দেশের হয়ে খেলেছেন।

ইতিমধ্যেই নিজেদের বেসপ্রাইস বা ন্যূনতম দাম বেছে নিয়েছে ক্রিকেটাররা। বেসপ্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। ৮১ জন ক্রিকেটার নিজেদের সেই দাম রেখেছেন। দেড় কোটি টাকা ন্যূনতম দাম রেখেছেন ২৭ জন ক্রিকেটার। এক কোটি ২৫ লক্ষ টাকা দাম রেখেছেন ১৮ জন ক্রিকেটার। এক কোটি টাকা দাম রেখেছেন ২৩ জন ক্রিকেটার। যাদের নিলামে ডাকা হবে হবে তালিকাও তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকায় থাকা ক্রিকেটারদের প্রথম ১১৬ জনের নিলাম হবে। বাকি ক্রিকেটারদের সকলের নাম ডাকা হবে না। ১১৭ থেকে ৫৭৪ নম্বর ক্রিকেটারদের মধ্যে থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জমা দিতে হবে দলগুলিকে। যে যে ক্রিকেটারের নাম জমা পড়বে, শুধু সেই ক্রিকেটারদেরই নিলামে ডাকা হবে। নিলামে যে দাম উঠবে, সেই দাম দিয়েই নিতে হবে। এবারের নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার পর সবচেয়ে বেশি টাকা আছে পঞ্জাব কিংসের। সবচেয়ে কম টাকা রয়েছে রাজস্থান রয়্যালসের হাতে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gajar Ka Halwa | শীতের মরশুমে মিষ্টিমুখ হোক গাজরের হালুয়ায়,দেখে নিন রেসিপিটা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  শীতকালের অন্যান্য সবজির মধ্যে বেশ জনপ্রিয় সবজি গাজর। আজকের রেসিপি হোক গাজর দিয়ে। চিন্তা নেই, খুব সহজ রেসিপিই আপানাদের বলবো।...

Raiganj | চড়া দামে বিকোচ্ছে বিঘোরের বেগুন

0
রায়গঞ্জ: বেগুন দিয়ে চেনা যায় বিঘোরকে। শীতের উপাদেয় সেই বিঘোরের বেগুন এখন অগ্নিমূল্য। যার কোপ পড়ছে সাধারণের পকেটে। রায়গঞ্জের (Raiganj) প্রসিদ্ধ বিঘোরের বেগুন (Brinjal)...

Sukanta Majumdar | দুটি নয়া ট্রেনের প্রস্তাব সুকান্তর

0
সুবীর মহন্ত, বালুরঘাট: দক্ষিণ ও পূর্ব ভারতের সঙ্গে সরাসরি দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ বাড়াতে নতুন বছরে এক জোড়া ট্রেন (Train) উপহার দিতে চান সাংসদ তথা...

University of Gour Banga | ‘নেচার’ ইনডেক্সে প্রথম ১০০-তে গৌড়বঙ্গ

0
সৌকর্য সোম ও সম্বিত গুপ্ত, মালদা: বহু বিতর্ক ও অভিযোগ ঘিরে থাকলেও বিগত বেশ কিছুদিন ধরে গবেষণায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (University of...

RG Kar victim | মেয়ের বিচার চেয়ে ফেসবুক পেজ খুললেন তিলোত্তমার বাবা-মা, দেশবাসীকে অনুরোধ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  চলতি বছর ৯ অগাস্ট মেয়েকে হারিয়েছেন তিলোত্তমার (RG Kar Case) বাবা-মা। বিচারের আশায় পেরিয়ে গিয়েছে ৪ মাস। কিন্তু আজও সবটা...

Most Popular