উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএলের নিলামের। বিকেল থেকেই জানতে পারা যাবে কোন ক্রিকেটারকে কত দামে কিনল ফ্রাঞ্চাইজিরা। দুই দিন ধরে চলবে ক্রিকেটার কেনার লড়াই ১০ দলের। যদিও আইপিএলের নিলামের রয়েছে বিভিন্ন নিয়ম।
জানা গিয়েছে ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে নিলাম শুরু হবে সৌদি আরবের জেড্ডায়। সেখানে সব দলের প্রতিনিধিরা থাকবেন। গতবারের মতো এবারও নিলাম পরিচালনা করবেন মল্লিকা সাগর। এই নিলাম প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস এবং জিয়োসিনেমা। ২০২৫ আইপিএলে মোট ১০টি দল খেলবে। প্রতিটি দল সর্বাধিক ২৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারে। সব দল ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে রাখতে পারে। এই বছর নিলামে উঠবেন ৫৭৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। বাকি ২০৮ জন বিদেশি। ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ৩১৮ জন কখনও দেশের হয়ে খেলেননি। বিদেশিদের মধ্যে ১২ জন আছেন যাঁরা দেশের হয়ে খেলেননি। ভারতীয় দলের হয়ে খেলা ৪৮ জন ক্রিকেটার নিলামে উঠবেন। বিদেশিদের মধ্যে ১৯৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যাঁরা দেশের হয়ে খেলেছেন।
ইতিমধ্যেই নিজেদের বেসপ্রাইস বা ন্যূনতম দাম বেছে নিয়েছে ক্রিকেটাররা। বেসপ্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। ৮১ জন ক্রিকেটার নিজেদের সেই দাম রেখেছেন। দেড় কোটি টাকা ন্যূনতম দাম রেখেছেন ২৭ জন ক্রিকেটার। এক কোটি ২৫ লক্ষ টাকা দাম রেখেছেন ১৮ জন ক্রিকেটার। এক কোটি টাকা দাম রেখেছেন ২৩ জন ক্রিকেটার। যাদের নিলামে ডাকা হবে হবে তালিকাও তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকায় থাকা ক্রিকেটারদের প্রথম ১১৬ জনের নিলাম হবে। বাকি ক্রিকেটারদের সকলের নাম ডাকা হবে না। ১১৭ থেকে ৫৭৪ নম্বর ক্রিকেটারদের মধ্যে থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জমা দিতে হবে দলগুলিকে। যে যে ক্রিকেটারের নাম জমা পড়বে, শুধু সেই ক্রিকেটারদেরই নিলামে ডাকা হবে। নিলামে যে দাম উঠবে, সেই দাম দিয়েই নিতে হবে। এবারের নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার পর সবচেয়ে বেশি টাকা আছে পঞ্জাব কিংসের। সবচেয়ে কম টাকা রয়েছে রাজস্থান রয়্যালসের হাতে।