IPL 2025 | ছক্কা মেরে গাড়ির কাচ ভাঙলেন হায়দরাবাদের অভিষেক, কত ক্ষতিপূরণ দিলেন ব্যাটার?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছক্কা মেরে গাড়ির কাচ ভেঙে দিলেন অভিষেক শর্মা। কোনও গলির ক্রিকেটে নয়, তিনি কাচ ভেঙেছেন স্টেডিয়ামে রাখা পুরস্কারের গাড়ির। শুক্রবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের একানা স্টেডিয়ামে। এই কাচ ভাঙায় কোনও ক্ষতিপূরণ দিতে হয়নি অভিষেককে। বরং তাঁর বলে কাচ ভেঙে যাওয়ায় আইপিএলের টাইটেল স্পনসর টাটার তরফে ৫ লক্ষ টাকা খরচ করা হবে গ্রামীণ ক্রিকেটের উন্নয়নে।

জানা গিয়েছে, এদিন একানা স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। এদিন প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই সংহার মূর্তি ধারণ করেন অভিষেক শর্মা। এই ওভারে ভুবনেশ্বর কুমারের পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকান অভিষেক। অভিষেকের হাঁকানো ছক্কায় বল গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে রাখা টাটা কার্ভ গাড়িতে। বল গাড়ির উইন্ডস্ক্রিনে গিয়ে পড়তেই ভেঙে যায় কাচ। যদিও গাড়ির কাচ ভাঙার জন্য মোটেও দুঃখিত নন কেউই। বরং উচ্ছ্বসিত ছিলেন সকলে। এই গাড়িটি সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। অর্থাৎ, এবারের আইপিএলে যে ক্রিকেটারের স্ট্রাইক-রেট সব থেকে বেশি হবে, তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে এই গাড়ি।

আইপিএলের টাইটেল স্পনসর টাটার তরফে আগেই ঘোষণা করা হয়েছে যে, কোনও ব্যাটারের ছক্কায় বল গাড়িতে লাগলে ৫ লক্ষ টাকার ক্রিকেট কিটস দেওয়া হবে গ্রামীণ ক্রিকেটের উন্নয়নে। যতবার গাড়িতে বল লাগবে, ততবার ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে এই খাতে। অর্থাৎ, অভিষেকের এই ছক্কায় ৫ লক্ষ টাকা যাবে সেই চ্যারিটিতে।

চলতি আইপিএলে এটাই প্রথম নয়, এর আগে লখনউয়ের মিচেল মার্শের ছক্কায় গাড়িতে বল লাগে। সেটিও এই একানা স্টেডিয়ামেই। সেবারও ৫ লক্ষ টাকা যায় চ্যারিটিতে। এদিন দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। অভিষেক ১৭ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩টি চার ও সম সংখ্যক ছক্কা মারেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...

Ahmedabad Plane Crash | ঝলসে যাওয়া ৪৭ টি দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় প্রহর গুনছে বাকিদের পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে...

Russia-Ukraine | আবারও রাশিয়ান ভূখণ্ডে আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন! মৃত ১, জখম ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাশিয়ান ভূখণ্ডে আবারও ড্রোন হামলা...

VVS Laxman | ভারতীয় দলের কোচ এখন লক্ষণ! কোচিংয়ের সমীকরণ কি বদলে গেল ইংল্যান্ডের মাটিতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে ইংল্যান্ড থেকে...