নয়াদিল্লি: জোরদার টানাপোড়েন শুরু হয়েছে! একদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অন্যদিকে বোলারদের সমাজ। ঘরোয়া টি২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলির মাধ্যমে বছর কয়েক আগে বিসিসিআই চালু করেছিল ইমপ্যাক্ট প্লেয়ার ও ওভারে জোড়া বাউন্সারের নিয়ম। পরবর্তী সময়ে সেই নিয়ম আইপিএলেও নিয়ে আসা হয়। এখন প্রশ্ন একটাই, ২০২৫ সালের আইপিএলে কি এই দুই নিয়ম থাকবে? নাকি নতুন কোনও নিয়মের আমদানি করবে বোর্ড?
জবাব আপাতত সময়ের গর্ভে। কিন্তু বিসিসিআই পড়েছে চূড়ান্ত দোটানায়। ক্রিকেট সমাজের নানা অংশ থেকে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আবার ওভারে জোড়া বাউন্সার নিয়েও ছবিটা একই। আইপিএলে এই দুই নিয়মই ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু এখন প্রতিবাদ ও সমালোচনাও সামনে আসছে। এমন অবস্থায় মনে করা হচ্ছে, আগামী আইপিএলে এই দুই নিয়মই তুলে দেওয়ার পথে হাঁটতে পারে বিসিসিআই। যদিও রাত পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই দুই বিষয় নিয়ে ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
ওভারে জোড়া বাউন্সারের নিয়ম উঠে গেলে কুড়ির ক্রিকেটে ব্যাটারদের দাদাগিরি আরও বাড়বে। বোলারদেরও সমস্যা তৈরি হবে। অন্যদিকে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে সমর্থন জানিয়ে সম্প্রতি জাহির খান ও রবিচন্দ্রন অশ্বীনরা সরব হয়েছেন। এমন অবস্থায় চাপে পড়ে বিসিসিআই শেষপর্যন্ত এই দুই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। মজার বিষয় হল, সিদ্ধান্ত যাই হোক না কেন, সমালোচনার ঝড় উঠবেই।