উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথম ম্যাচে হারের পর স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। গুয়াহাটির মাঠে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে জয় হাসিল করল নাইটরা। সুনীল নারিনকে ছাড়াই ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করল কেকেআর। এদিন প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে তোলে ১৫১ রান। জবাবে কেকেআর করল ১৫ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে তুলে নেয় ১৫৩ রান।
ইডেনে হারের পর বুধবার গুয়াহাটিতে রাজস্থানের বিপক্ষে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের ঘরের মাঠ। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। টসের সময়ই রাহানে জানান, অসুস্থতার কারণে খেলবেন না নির্ভরযোগ্য ব্যাটার নারিন। পরিবর্ত হিসাবে মইন আলিকে নামানো হবে এদিনের ম্যাচে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। রাজস্থান ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন বৈভব আরোরা। চতুর্থ ওভারে তিনি ফেরান সঞ্জু স্যামসনকে। এরপর সাজঘরে ফিরে যান যশস্বী জয়সওয়াল (২৯), রিয়ান পরাগ (২৫)। রান পাননি শুভম দুবে। তিনিও মাত্র ৯ রানে আউট হয়ে যান। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান তোলে রাজস্থান।
কলকাতার বোলারদের মধ্যে সফলতম বরুণ ১৭ রানে ২ উইকেট নিলেন। মইন ২৩ রানে ২ উইকেট নিলেন। ৩৩ রানে ২ উইকেট বৈভব অরোরার। হর্ষিত রানা ২ উইকেট নিলেন ৩৬ রান খরচ করে।
১৫২ রানের লক্ষ্যে ওপেন করতে নেমে বেশ সমস্যায় পড়েন মইন। ১২ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান। তবে উইকেটের অপর প্রান্ত সামলে রাখেন ডি’কক। তিনি শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। শেষ পর্যন্ত ৬১ বলে ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন এই নাইট ওপেনার। তবে এদিনও রান পাননি অধিনায়ক রাহানে। মাত্র ১৮ রানে আউট হন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ১৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন অঙ্গকৃষ রঘুবংশী। ১৫ বল বাকি থাকতেই জয় হাসিল করে কলকাতা নাইট রাইডার্স।