কলকাতা: ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধ। সঙ্গে সম্প্রচারকারী চ্যানেলের সম্প্রচার সংক্রান্ত কিছু জটিলতা। এসবের জেরেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর দিন পিছিয়ে যেতে চলেছে।
সব ঠিক থাকলে ২১ মার্চের বদলে ২২ মার্চ শনিবার শুরু হতে চলেছে আইপিএলের আসর। কলকাতা নাইট রাইডার্স শেষবারের চ্যাম্পিয়ন দল। তাই এবার আইপিএলের প্রথম ম্যাচও কলকাতায়। দিন কয়েক আগে জানা গিয়েছিল, ২১ মার্চ ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে আইপিএলের আসর। আজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ২১-এর পরিবর্তে ২২ মার্চ শুরু হবে আইপিএল। প্রতিযোগিতা শুরুর দিন পিছিয়ে যাওয়ার পাশাপাশি আজ জানা গিয়েছে, ইডেনে প্রথম ম্যাচে হয়তো সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কেকেআর। শেষ কয়েক বছরের মতো এবারও দেশের নানা প্রান্তে থাকছে আইপিএল ফ্যান পার্ক। উত্তরবঙ্গেও বেশ কিছু ফ্যান পার্ক হওয়ার সম্ভাবনা প্রবল।