বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

IPL 2025 | লোকেশের না, দিল্লির নেতৃত্বে হয়তো অক্ষর, মুম্বই শিবিরে যোগ দিলেন হার্দিক

শেষ আপডেট:

নয়াদিল্লি: দেশের পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আবারও ট্রফি জয়ের লক্ষ্যে আদাজল খেয়ে নেমে পড়া। টিম ইন্ডিয়ার জায়গায় এবার লড়াই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল মঞ্চে। দুবাই থেকে দেশে পা রেখেই যে কাজ শুরুও করে দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। গতবার অধিনায়ক হিসেবে মুম্বইয়ে প্রত্যাবর্তন ঘিরে ধুন্ধুমার বেধে যায়। ব্যক্তিগত ও দলগত পারফরমেন্স (দশ দলের লিগে লাস্ট বয়) ঘেঁটে যায় যে বিতর্কের জেরে।

২০২৪ সালের হতাশার ছবিটা এবার বদলাতে মরিয়া নীতা আম্বানির দল। ২৩ মার্চ, লিগের দ্বিতীয় দিনে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু মুম্বইয়ের। হেডকোচ মাহেলা জয়বর্ধন দলের বাকি খেলোয়াড়দের নিয়ে ইতিমধ্যে অনুশীলনে নেমেও পড়েছেন। সোমবার নমন ধীর, বেভান জেকবস, রবিন মিঞ্জ, কেএল শ্রীজিথ, রাজ অঙ্গদ বাওয়া, অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুরদের মতো ইয়ং ব্রিগেডকে নিয়ে পুরোদমে নেট সেশনও সারেন।

এবার একে একে যোগ দেবেন জাতীয় দলের তারকারা। মন্থর ওভাররেটের কারণে এক ম্যাচের নির্বাসন হার্দিকের। ফলে চেন্নাই ম্যাচে খেলতে পারবেন না। তবে দেশে ফিরে কালবিলম্ব করেননি। যোগ দিয়েছেন দলের শিবিরে। ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর, পরিবারের সঙ্গে দুই-একদিনের ছুটি কাটিয়ে যোগ দেবেন দলের সফলতম প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও।

এদিকে, টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা লখনউ সুপার জায়েন্টস শিবিরে। আইপিএলের প্রথমার্ধে নাকি পাওয়া যাবে না ১৫০ কিলোমিটার গতির পেসার মায়াঙ্ক যাদবকে। চোটপ্রবণ মায়াঙ্ক মাস পাঁচেক আগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেকের পর চোট পেয়ে মাঠের বাইরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বেঙ্গালুরুস্থিতি ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ এখন রিহ্যাবে রয়েছেন। বোলিং শুরু করলে পুরো ছন্দে ফিরতে সময় লাগবে। ফলস্বরূপ, মেগা লিগের প্রথম ভাগে মায়াঙ্কের গতিকে ব্যবহারের সুযোগ পাচ্ছে না সঞ্জীব গোয়েঙ্কার টিম লখনউ।

কয়েকদিন আগে মায়াঙ্ককে নিয়ে লখনউয়ের টিম ডিরেক্টর জাহির খান বলেছেন, ‘আমরা ২০২৫ আইপিএলে ওকে খেলাতে আগ্রহী। তবে ১০০ শতাংশ নয়, ওর ফিটনেস নিয়ে ১৫০ শতাংশ নিশ্চিত হয়েই খেলানোর প্রশ্ন। মায়াঙ্ককে পেতে আমরা মরিয়া। তবে কোনওরকম ঝুঁকির পথে হাঁটব না আমরা।’

এদিকে, দিল্লি ক্যাপিটালস নেতৃত্বের প্রস্তাব দিলেও তা নাকি ফিরিয়ে দিয়েছেন লোকেশ রাহুল। ফ্র্যাঞ্চাইজির এক আধিকারিকের দাবি, ‘অক্ষর প্যাটেল সম্ভবত ২০২৫ আইপিএলে দলের অধিনায়ক হচ্ছেন। দলের তরফে লোকেশের সঙ্গে কথা বলা হয়েছিল। কিন্তু ও চাইছে সাধারণ সদস্য হিসেবেই দলে অবদান রাখতে।’ ফলস্বরূপ অক্ষরে আস্থা পার্থ জিন্দালদের। ২০১৯ থেকে অক্ষর দিল্লি ক্যাপিটালসে আছেন। ভারতীয় টি২০ দলের সহ অধিনায়ক অক্ষর ব্যাটে-বলে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

IPL 2025 | ডি’ককের অনবদ্য ৯৭ রানের ইনিংস, রাজস্থানকে হারিয়ে জয়ের সরণিতে নাইট রাইডার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথম ম্যাচে হারের পর স্বস্তি...

Ashutosh Sharma | উচ্ছ্বসিত গাভাসকার-সূর্যরাও, মেন্টর শিখরকে সাফল্য উৎসর্গ আশুতোষের

ভাইজাগ: ক্রিজে যখন নেমেছিলেন দিল্লি ক্যাপিটালস ৬৫/৫ স্কোরে ধুঁকছে।...

Tamim Iqbal | হাঁটা শুরু করেছেন, ভালো আছি, আশ্বস্ত করলেন তামিম

ঢাকা: ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর। অস্ত্রোপচারের পর তামিম ইকবালের...

Gabba stadium | ঢেলে সাজানোর পরিকল্পনা! ভেঙে ফেলা হবে গাব্বা স্টেডিয়াম

ব্রিসবেন : ২০৩২ সালে অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।...