মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

IPL 2025 | শ্রেয়সের অপরাজিত ৯৭, গুজরাটকে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু পঞ্জাবের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গুজরাট টাইটান্সকে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করল পঞ্জাব কিংস। মঙ্গলবার প্রথমে ব্যাট করে পঞ্জাব ৫ উইকেট হারিয়ে করে ২৪৩ রান। জবাবে গুজরাটের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ২৩২ রানে। পঞ্জাব জিতল ১১ রানে।

আহমেদাবাদে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক শুভমন গিল। এদিন ২২ গজে ব্যাট হাতে তাণ্ডব করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিন শ্রেয়স ৯৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার প্রিয়াংশ ২৩ বলে করেন ৪৭ রান। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছয়। অন্য ওপেনার প্রভশিমরন সিংহ (৫), আজমতুল্লা ওমরজাই (১৬)। এদিন খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল।  মার্কাস স্টোইনিস করেন ২০ রান। সাত নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাট করলেন শশাঙ্ক। শশাঙ্কের জন্যই শতরান অধরা রইল শ্রেয়সের। শেষ ওভারে একটি বলও খেলার সুযোগ পেলেন না পঞ্জাব অধিনায়ক। মহম্মদ সিরাজের শেষ ওভারে তিনি তুললেন ২২ রান। শেষ পর্যন্ত ১৬ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেললেন শশাঙ্ক। তাঁর ব্যাট থেকে এল ৬টি চার এবং ২টি ছয়। পঞ্জাব ৫ উইকেট হারিয়ে করে ২৪৩ রান।

গুজরাটের বোলারদের মধ্যে সফলতম সাই কিশোর ৩০ রানে ৩ উইকেট পেলেন। ৪৮ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন রশিদ। ৪১ রান খরচ করে ১ উইকেট কাগিসো রাবাডার। সিরাজ ৫৪ রান দিয়েও উইকেট পেলেন না।

জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেন শুভমান গিল ও সুদর্শন। ১৪ বলে ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৩৩ রান করেন শুভমান গিল। ৪১ বলে ৭৪ রান করে আরশদীপের বলে আউট হন সুদর্শন। ৫টি চার এবং ৬টি ছক্কা মারলেন। তিন নম্বরে নেমে লড়াই করলেন জস বাটলার। বাটলার করলেন ৩৩ বলে ৫৪ রান। ৪টি টার এবং ২টি ছয় মারেন তিনি। বাটলার আউট হওয়ার পর গুজরাটের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। রান পাননি রাহুল তেওতিয়া। রাদারফোর্ড করলেন ২৮ বলে করেন ৪৬ রান। মারলেন ৪টি চার এবং ৩টি ছক্কা। শেষে অপরাজিত থাকলেন শাহরুখ খান (৬) এবং আর্শাদ (১)। গুজরাটের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ২৩২ রানে। পঞ্জাব জিতল ১১ রানে।

পঞ্জাবের হয়ে ভাল বল করলেন আরশদীপ। ৩৬ রানে ২ উইকেট নিলেন তিনি। জানসেন ৪৪ রানে ১ উইকেট নিলেন। ২৬ রানে ১ উইকেট ম্যাক্সওয়েল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

J&K Terrorist Attack | সৌদি থেকেই শা’কে কাশ্মীরে যাওয়ার নির্দেশ মোদির, আজই জরুরি বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা...

J&K Terrorist Attack | জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক, ক্ষোভ প্রকাশ ওমর আব্দুল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার...

MS Dhoni | আয়ুষের প্রশংসায় মাহি, আগামী মরশুমের সঠিক কম্বিনেশনে নজর ধোনির

মুম্বই: আট ম্যাচে হাফডজন হার। চলতি আইপিএলে প্লে-অফে ওঠার...

Rohit Sharma | রোহিতের পরামর্শে বাজিমাত সূর্যর, সাজঘরে নতুন নাম পেলেন হিটম্যান

মুম্বই: ম্যাচ তখন সবে শেষ হয়েছে। আইপিএলের এল ক্লাসিকোয়...