নয়াদিল্লিঃ ভারতীয় দলের সফল জুটি এবার রাজস্থান রয়্যালস শিবিরে। হেডকোচ রাহুল দ্রাবিড়ের সহকারী হিসেবে যোগ দিলেন বিক্রম রাঠোর। টিম ইন্ডিয়ার মতো রাজস্থানের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
সামাজিক মাধ্যমে রাঠোরকে দলের সাপোর্ট স্টাফ টিমে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে। ইনস্টাগ্রাম পোস্টে রাজস্থান রয়্যালস বলেছে, ‘রাঠোর ভি, রয়্যাল ভি। টি২০ বিশ্বকাপ জয়ী কোচ বিক্রম রাঠোর যোগ দিচ্ছেন আমাদের সাপোর্ট স্টাফ টিমে। ফের জুটি বাঁধবেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে।’
ভারতের হয়ে ৬টি টেস্ট ও ৭টি ওডিআই ম্যাচ খেলেছেন প্রাক্তন ব্যাটার। ২০১৯ থেকে ২০২৪- দীর্ঘসময় ধরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাটিং কোচের গুরুভার সামলান রাঠোর। এবার রয়্যাল পরিবারের যুক্ত হতে পেরে খুশি।
প্রতিক্রিয়ায় বিক্রম বলেছেন, ‘রয়্যালস পরিবারে শামিল হতে পারা আমার কাছে সম্মানের। রাহুলের সঙ্গে আবার কাজ করার সুযোগও পাব। পাব প্রতিভাবান একটা দল, একঝাঁক ইয়ং ক্রিকেটারকেও। দলের সাফল্যে, লক্ষ্য পূরণে অবদান রাখতে চাই। ইয়ং ব্রিগেডকে ঘষেমেজে ভারতীয় দলের জন্য তৈরির পাশাপাশি এদের হাত ধরেই আইপিএল জেতার তাগিদ থাকবে।’
রাঠোরকে স্বাগত জানিয়েছেন হেডকোচ দ্রাবিড়ও। ‘দ্য ওয়াল’ বলেছেন, ‘বিক্রমের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। ওর টেকনিকাল দক্ষতা, মাথা ঠান্ডা রেখে কাজ করা, ভারতীয় পরিবেশ, ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা, সবমিলিয়ে রয়্যালস টিমের জন্য বিক্রম একদম যথাযথ।’
দ্রাবিড় আরও বলেছেন, ‘ভারতীয় দলের দায়িত্বে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সাফল্যের দিকে চালিত করেছি আমরা। ফের জুটি বাঁধতে পেরে আমি খুশি। বিক্রমের দক্ষতা তরুণ প্রতিভাদের সাহায্য করবে। ওর উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে। আমাদের প্রতিনিয়ত চেষ্টা থাকবে রাজস্থান রয়্যালসকে বিশ্বমানের দল হিসেবে গড়ে তোলা।’ প্রসঙ্গত, ২০০৮ সালে উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় আইপিএল ট্রফির স্বাদ পায়নি রাজস্থান।