কলকাতাঃ অপেক্ষার শেষ প্রহর। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে শুরু হয়ে যাচ্ছে অষ্টাদশ আইপিএলের আসর। প্রথম ম্যাচেই পরস্পরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শনিবারের সেই ম্যাচের টিকিটকে কেন্দ্র করে শুরু হয়েছে কলকাতাজুড়ে হাহাকার। অনলাইনে টিকিট প্রায় নেই। যতটুকু পড়ে রয়েছে, সেটা সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সাধ্যের বাইরে। সিএবিতেও টিকিটের চাহিদা সাংঘাতিক। কিন্তু কোথায় টিকিট? বাংলা ক্রিকেটের কর্তাব্যক্তিরা টিকিট চাই শুনলেই কার্যত পালিয়ে যাচ্ছেন। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও জটিল হতে চলেছে বলে খবর। বুধবার সন্ধ্যায় বিরাট কোহলি, রজত পাতিদারদের আরসিবি কলকাতায় হাজির হচ্ছে। কোহলিদের কলকাতায় পৌঁছানোর সঙ্গেই টিকিটের হাহাকার গণ হিস্টিরিয়ায় পরিণত হতে পারে বলে মনে করছেন সিএবি’র শীর্ষ কর্তারা। এর মধ্যেই শনিবারের কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারিও শুরু হয়ে গিয়েছে বলে খবর। কোহলি বনাম কেকেআর দর্শনের রাতে টিকিটের বিশাল চাহিদা আগামী কয়েকদিনে কীভাবে সামাল দেয় কেকেআর, সেটাই দেখার।
এসবের মধ্যেই আসন্ন ক্রিকেট উৎসবের সুর কাটতে আসরে হাজির হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, শুক্রবার থেকে কলকাতায় বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার রেশ শনিবারও থাকতে পারে। আজ সন্ধ্যাতেও কলকাতায় বৃষ্টি হয়েছে। সারাদিনের তীব্র গরমের পর রাত সাড়ে আটটা নাগাদ শুরু হওয়া বৃষ্টির কারণে নাইটদের অনুশীলন ম্যাচও শেষ হয়নি। ভেস্তে গিয়েছে ম্যাচ। আবহাওয়ার খামখেয়ালি মনোভাবের পাশে বৃষ্টির পূর্বাভাসের কারণে শনিবারের ম্যাচের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই অশনিসংকেত দেখছেন ক্রিকেটপ্রেমীরা।