উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানে (Iran) আটকে পড়া ভারতীয়দের জন্য আকাশসীমা খুলে দিল সেই দেশের সরকার। ইরান থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু চালু করেছে ভারত সরকার। সেই মতো সেই দেশে আটকে পড়া ১০০০ ভারতীয়কে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের আকাশপথ বন্ধ করে দিয়েছে সেদেশের সররকার। ফলে ওই ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপরই ইরানের সরকার ভারতের বিমানের জন্য আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
জানা গেছে শুক্রবার রাতেই একটি বিমান ইরান থেকে ভারতীয়দের নিয়ে দেশে পৌঁছে যাবে। শনিবার সকালে এবং সন্ধ্যায় আরও ২টি বিমান আসতে পারে বলে জানা গেছে। সূত্রের খবর ইরানে থাকা ভারতীয়দের সংখ্যা ৪ হাজার। তার মধ্যে অধিকাংশই পড়ুয়া। ভারতের বিদশমন্ত্রকের খবর, উত্তর ইরান থেকে ১১০ জন পড়ুয়াকে মঙ্গলবার নিরাপদে আর্মেনিয়ায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের এর আগেই ভারতে ফেরানো হয়েছে। দিল্লিতে থাকা ইরানের দূতাবাসের তরফে জানানো হয়েছে, ইরানের বিদেশমন্ত্রক সেই দেশে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকি করছে।