উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভেঙে পড়া চপারের (Iran President’s chopper Crash) সন্ধান মিলল। তবে ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও জীবিত কাউকে দেখা যায়নি সেখানে। ফলে ইরান প্রেসিডেন্টের বেঁচে থাকার আশা আরও ক্ষীণ বলে মনে করা হচ্ছে। চপারে যাঁরা ছিলেন, তাঁরা কেউ বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, ভেঙে পড়া চপারটির অবস্থা শোচনীয়। চপারটিতে আগুনও ধরে গিয়েছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চপারের কেবিন। চপারে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান (Hossein Amirabdollhian)। তাঁরা আজারবাইজান সীমান্তের কাছে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তল্লাশি অভিযানে রাতেই সেনাবাহিনী নামিয়ে দিয়েছিল ইরান (Iran)। কুয়াশাঢাকা দুর্গম পাহাড়ে তারা চপারের খোঁজ শুরু করে। প্রতিকূল আবাহওয়ার জন্য উদ্ধারকাজেও বেগ পেতে হয়েছে। সোমবার সকালে অবশেষে চপারের খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে পৌঁছান উদ্ধারকারীরা।
প্রসঙ্গত, ৬৩ বছর বয়সি রাইসি (Ebrahim Raisi) ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি ইরানের রাজনীতির সর্বময় নেতা। আজারবাইজান সফরে গিয়েছিলেন রাইসি। প্রায় ৬০০ কিলোমিটার দূরে পূর্ব আজারবাইজানের পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর হেলিকপ্টার।