বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Iran-Israel Conflict | ইজরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার! গোপন আস্তানা ছেড়ে জনসমক্ষে খামেনেই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর (Iran-Israel Conflict) পর এই প্রথম জনসমক্ষে আসলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা (Iran’s Supreme Leader) আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)। শনিবার তেহরানে (Tehran) একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলে তিনি। সেখানেই দেখা মেলে তাঁর। খামেনেইকে দেখার জন্য অনুগামীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, চিরাচরিত ঐতিহ্যবাহী কালো পোশাক পরে একটি হলঘরে প্রবেশ করছেন খামেনেই। সেখানে শিয়া মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আর খামেনেইকে দেখামাত্রই স্লোগান দিতে শুরু করেন তাঁর অনুগামীরা। মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে তাঁরা বলতে থাকেন, ‘আমাদের শিরায় বয়ে যাওয়া রক্ত আমাদের নেতার জন্য।’ শনিবার যদিও কোনও বিবৃতি বা ভাষণ দেননি খামেনেই।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইজরায়েল। পালটা জবাব দেয় ইরানও। এতেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। তারপর থেকেই আর প্রকাশ্যে দেখা যায়নি খামেনেইকে। ৮৬ বছর বয়সি এই নেতা কোথায় এবং কীভাবে রয়েছেন, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। পরবর্তীতে খামেনেইয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে গোপন আস্তানায় রয়েছেন এই ধর্মীয় নেতা। এমনকি রেকর্ড করা ভিডিওর মাধ্যমে কোনও অনুষ্ঠানে তাঁর বক্তৃতা সম্প্রচার করা হচ্ছিল। নিরাপত্তার খাতিরেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্পষ্ট করেছিলেন ইরানের আধিকারিকরা। এবারে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমতেই ফের প্রকাশ্যে আসলেন খামেনেই।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

BJP MLA | গোঁসাইরহাটে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক

শীতলকুচি : বৃহস্পতিবার সকালে শীতলকুচির গোঁসাইরহাট কালিমন্দিরে পুজো দিতে...

Maharashtra | শৌচাগারে রক্তের দাগ, ঋতু হয়েছে কি না পরীক্ষা করতে ছাত্রীদের পোশাক খোলালেন অধ্যক্ষ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ঋতুচক্র চলছে কি না,...

Donald Trump Tariff Row | নিশানায় ব্রাজিল! ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পালটা পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসিডেন্ট লুলার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ব্রাজিলের (Brazil) উপর ৫০...