মুম্বই: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরকে। তাঁর পরিবর্তে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা।
গতমাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে হাঁটুর চোটের জন্য শেষ দুটি টি২০ ম্যাচে খেলতে পারেননি। পরে অবশ্য ওডিআই সিরিজে খেলেছিলেন তিনি। এর আগে টি২০ বিশ্বকাপের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন হরমনপ্রীত। ভারতীয় টিম ম্যানেজমেন্ট দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে কোনও ঝুঁকি নিতে চায়নি। তাই হরমনকে বিশ্রাম দেওয়া হয়েছে।
হরমন ছাড়াও নির্ভরযোগ্য পেসার রেণুকা ঠাকুরকেও দলে রাখা হয়নি। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি সিরিজসেরা হয়েছিলেন। তিনি ক্রমাগত খেলে চলেছিলেন। তাই তাঁকেও বিশ্রাম দেওয়া হয়েছে। হরমনপ্রীত ও রেণুকার পরিবর্তে রাঘবি বিস্ত এবং সায়ালি সাতঘারেকে দলে নেওয়া হয়েছে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে উইকেটরক্ষকের দায়িত্বে বঙ্গতনয়া রিচা ঘোষকে দেখা যাবে। আরেক বঙ্গতনয়া তিতাস সাঁধুকেও দলে রাখা হয়েছে। মহিলাদের চ্যালেঞ্জার ট্রফিতে খেলতে ব্যস্ত রয়েছেন শেফালি ভার্মা ও অরুন্ধতি রেড্ডি। তাই তাঁদেরকে দলে রাখা হয়নি। আগামী শুক্রবার থেকে ওডিআই সিরিজ শুরু হচ্ছে। তিনটি ম্যাচই রাজকোটে খেলা হবে।
ভারতীয় দল : স্মৃতি মান্ধানা (ক্যাপ্টেন), দীপ্তি শর্মা (ভাইস ক্যাপ্টেন), প্রতীকা রাওয়াল, হারলিন দেওল,জেমাইমা রডরিগেজ, উমা ছেত্রী, রিচা ঘোষ, তিতাস সাঁধু, তেজল হাসানবিস, রাঘবি বিস্ত, মিন্নু মনি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, সাইমা ঠাকুর, সায়লি সাতঘারে।