উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় রেল। সোমবার ভোরে পঞ্জাবের (Punjab) ভাতিন্দায় রেললাইনের (Rail tracks) উপর পরপর রাখা ছিল একাধিক লোহার রড (Iron rods)। যদিও ট্রেন চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে রেলপুলিশ। ট্রেন লাইনচ্যুত করার উদ্দেশ্যে কোনও দুষ্কৃতীর দল এই ষড়যন্ত্র করেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার ভোর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে। ভাতিন্দা থেকে দিল্লিগামী লাইনের উপর লোহার রডগুলি ফেলে রাখা হয়েছিল। ওই লাইনেই একটি মালগাড়ি আসছিল সেই সময়। রডগুলি মালগাড়ির চালকের চোখে পড়তেই তিনি সঙ্গে সঙ্গে ব্রেক কষেন। ফলে সময়মতো ট্রেনটিকে থামানো সম্ভব হয়। ভাতিন্দার রেলপুলিশের তদন্তকারী আধিকারিক শবিন্দর কুমার জানান, এখনও পর্যন্ত ৯টি লোহার রড উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। পাশাপাশি একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবারই উত্তরপ্রদেশে রেললাইনের উপর থেকে গ্যাসের সিলিন্ডার উদ্ধার হয়েছিল। সেদিনও চালক ঠিক সময়মতো ব্রেক কষে দেওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল। এর আগেও রাজস্থানে রেললাইনের উপর ফেলে রাখা হয়েছিল বিশাল সিমেন্টের চাঁই। সম্প্রতি রেলের তরফে এক রিপোর্টে বলা হয়েছে, গত আগস্ট থেকে অন্তত ১৮ বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা (Derailment attempt) করা হয়েছে। যার মধ্যে শুধু আগস্টেই ১৫ বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে। বাকি ৪টি ঘটেছে সেপ্টেম্বরের শুরুতে।