মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

Beauty tips | নিত্যদিনের কাজের চাপে ত্বকের যত্ন নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে? ঘুমোনোর আগে মেখে নিন এই মাস্ক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমরা সারাদিনে কাজের চাপে নিজের যত্ন(Beauty tips) নিতেই ভুলে যাই। নিজের এই ছেহারা নিয়ে কোনও অনুষ্ঠানে উপস্থিত হতে ইচ্ছে করেনা। এখন থেকে রাতে ঘুমোনোর সময় নিজের ত্বকের যত্ন নিন। রাতে শোওয়ার আগে মুখ পরিষ্কার করে মুখে মেখে নিন মাস্ক। সকালে উঠে জল দিয়ে মুখ ধুয়ে নিলেই পাবেন ঝকঝকে পরিষ্কার ত্বক। তবে সারা রাত যেহেতু মাস্ক মুখে লাগানো থাকবে, তাই এমন কোনও মাস্ক ব্যবহার করা যাবে না, যা ত্বকের রন্ধ্রপথগুলি বন্ধ করে দিতে পারে। তাই রাতে মুখের পরিচর্যার(Beauty tips) জন্য রয়েছে আলাদা মাস্ক।

মধু ও অ্যালোভেরা মাস্ক

উপাদান: ১ চা চামচ মধু ও ১ চা চামচ অ্যালোভেরা জেল।

ব্যবহার: উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে একটি পাতলা স্তর করে সারা মুখে মেখে সারারাত রেখে দিন। সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে আর্দ্র রাখে, প্রদাহ কমায় এবং উজ্জ্বল করে।

গ্রিন টি মাস্ক

উপাদান: সামান্য গ্রিন টি এবং আলুর রস।

ব্যবহার: ১ চামচ গ্রিন টি-এর সাথে ১ চামচ আলুর রস মিশিয়ে নিন। তার পরে ওই মিশ্রণে তুলো ভিজিয়ে সারা মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের মৃত কোষ দূর করতে ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এই মাস্ক

নারকেল তেল, অ্যালোভেরা জেল ও মধু মিশ্রণ

উপাদান: নারকেল তেল, অ্যালোভেরা জেল, মধু এবং সামান্য কাঁচা দুধ।

ব্যবহার: সব উপাদান মিশিয়ে হালকা হাতে মুখে মালিশ করুন এবং সারারাত রেখে দিন। এটি ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বৃদ্ধি করতে সাহায্য করে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Mutton Chapli Kabab | বাড়িতেই হয়ে যাক রেস্তরাঁর স্বাদ, বানিয়ে নিন মাটন চাপলি কাবাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্ধ্যের জলখাবারে বা আড্ডার আসরে...

Sweet recipe | মিষ্টি খেতে ইচ্ছে করছে? বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন দই মাখনার পুডিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উৎসব শেষে ওজন বেড়ে গেছে...

Dry Mascara | মাষ্কাড়া শুকিয়ে গেলে তেল-জল ঢেলে প্রাণ ফেরান? চোখের ক্ষতি না করে জেনে নিন কৌশল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ আপনি যতবার মাস্কারা থেকে ব্রাশ...

Beauty tips | শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়া এড়াতে ব্যবহার করুন এই ঘরোয়া মাস্ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এগজিমা হল একটি চর্মরোগ যা...