উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমরা সারাদিনে কাজের চাপে নিজের যত্ন(Beauty tips) নিতেই ভুলে যাই। নিজের এই ছেহারা নিয়ে কোনও অনুষ্ঠানে উপস্থিত হতে ইচ্ছে করেনা। এখন থেকে রাতে ঘুমোনোর সময় নিজের ত্বকের যত্ন নিন। রাতে শোওয়ার আগে মুখ পরিষ্কার করে মুখে মেখে নিন মাস্ক। সকালে উঠে জল দিয়ে মুখ ধুয়ে নিলেই পাবেন ঝকঝকে পরিষ্কার ত্বক। তবে সারা রাত যেহেতু মাস্ক মুখে লাগানো থাকবে, তাই এমন কোনও মাস্ক ব্যবহার করা যাবে না, যা ত্বকের রন্ধ্রপথগুলি বন্ধ করে দিতে পারে। তাই রাতে মুখের পরিচর্যার(Beauty tips) জন্য রয়েছে আলাদা মাস্ক।
মধু ও অ্যালোভেরা মাস্ক
উপাদান: ১ চা চামচ মধু ও ১ চা চামচ অ্যালোভেরা জেল।
ব্যবহার: উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে একটি পাতলা স্তর করে সারা মুখে মেখে সারারাত রেখে দিন। সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে আর্দ্র রাখে, প্রদাহ কমায় এবং উজ্জ্বল করে।
গ্রিন টি মাস্ক
উপাদান: সামান্য গ্রিন টি এবং আলুর রস।
ব্যবহার: ১ চামচ গ্রিন টি-এর সাথে ১ চামচ আলুর রস মিশিয়ে নিন। তার পরে ওই মিশ্রণে তুলো ভিজিয়ে সারা মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের মৃত কোষ দূর করতে ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এই মাস্ক
নারকেল তেল, অ্যালোভেরা জেল ও মধু মিশ্রণ
উপাদান: নারকেল তেল, অ্যালোভেরা জেল, মধু এবং সামান্য কাঁচা দুধ।
ব্যবহার: সব উপাদান মিশিয়ে হালকা হাতে মুখে মালিশ করুন এবং সারারাত রেখে দিন। এটি ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বৃদ্ধি করতে সাহায্য করে।

