বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

RG Kar Case | আরজি কর কাণ্ডে সঞ্জয় কি দোষী? কাল রায় ঘোষণা আদালতের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের ১৮ জানুয়ারি। ১৬২ দিন ধরে যে অপেক্ষা, তার অবসান হবে ১৮ জানুয়ারি অর্থাৎ আগামীকাল। কিসের জন্য অপেক্ষা? তা জানতে গেলে পিছিয়ে যেতে হবে ২০২৪-এর ৯ অগাস্টে। এইদিনে যখন গোটা রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার দিকে চোখ রেখেছিল, ঠিক সেইদিনই আরজি কর হাসপাতালের (RG Kar Case) সেমিনার রুমে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের নিথর দেহ। এর পরের গল্পটা সকলের জানা। বলা ভালো ১৬২ দিনের লড়াইয়ের আগামীকাল যবনিকা পতন হবে।

আরজি কর মামলায় নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। এই ৫০ জনের মধ্যে রয়েছেন তরুণী চিকিৎসকের পিতা, সিবিআইয়ের (CBI) তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েক জন সহপাঠী। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে (Sanjay Roy) গ্রেপ্তার করা হয়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। সিবিআইও তদন্ত চালিয়ে ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে শুরু হয়েছিল মামলার শুনানি। গত বছর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছিল বিচারপ্রক্রিয়া। তার দু’মাস পর রায় ঘোষণা হতে চলেছে আগামীকাল।

নিম্ন আদালতে আরজি কর মামলার রায় ঘোষণা হবে। তবে সাজা ঘোষণা হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও আদালতের নিয়ম অনুযায়ী কোনও মামলার ক্ষেত্রে প্রথমদিন অভিযুক্ত ‘দোষী’ না ‘নির্দোষ’, সেই রায় ঘোষিত হয়। যদি অভিযুক্ত দোষী প্রমাণিত হয়, তবে সাজা ঘোষণা হয় পরদিন। এখন দেখার আরজি কর কাণ্ডে একই দিনে অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে, একই দিনে তার সাজা ঘোষণা হয় কিনা। কারণ পরদিন রবিবার। আদালত ছুটি থাকবে। তাই যদি হয় তাহলে সাজা ঘোষণা হতে পারে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Delhi High Court | ‘বাড়তি টিকিট বিক্রি কেন?’, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে ভর্ৎসনা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi...

Karnataka CM Siddaramaiah | জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি সিদ্দারামাইয়ার! ক্লিনচিট দিল কর্ণাটকের লোকায়ুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি...

Devendra Fadnavis | ভিকি-রশ্মিকা অভিনীত ‘ছাবা’ করমুক্ত করার দাবি জনসাধারণের, কী বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমদিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল...

Kumbh 2025 | ‘শুধু স্নান নয় পানেরও যোগ্য’ সঙ্গমের জলে দূষণের অভিযোগ উড়িয়ে সপাট জবাব যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ত্রিবেণি সঙ্গমের জল (Sangam wate)...