মুম্বই: টি২০ বিশ্বকাপ দলে জায়গা হয়নি। সিনিয়ারদের বিশ্রাম দিয়ে দ্বিতীয়সারির জিম্বাবোয়েগামী দলেও তাঁর নাম বিবেচনা করেননি নির্বাচকরা। বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও। বিশ্রাম-বিতর্কের পর কার্যত ঝড় বইছে ঈশান কিষানের (Ishan Kishan) ওপর দিয়ে। ঝড় কবে থামবে বলা কঠিন। অসন্তুষ্ট বিসিসিআই অবস্থান না বদলালে জাতীয় দলে ফেরার রাস্তা আরও কঠিন হবে। এদিন বিতর্ক নিয়ে মুখ খুললেন ঈশান কিষান। দাবি, পরিবারের লোক ছাড়া বাকিরা তাঁকে ভুল বুঝেছে। তারকা উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘জাতীয় দলের হয়ে নিয়মিত রান করছিলাম। অথচ, হঠাৎই একদিন নিজেকে রিজার্ভ বেঞ্চে দেখলাম। জানি টিম গেমে এসব হয়েই থাকে। তারপর নিজেকে খুব ক্লান্তও লাগছিল। বুঝতে পারছিলাম কিছু ভুল হচ্ছে। তখনই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলাম। দুঃখের বিষয়, পরিবার, কাছের কিছু মানুষ ছাড়া বাকিরা আমাকে বুঝতে পারেনি।’
বিশ্রাম কাটিয়ে বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঝাড়খণ্ডের (Jharkhand) হয়ে ঘরোয়া ক্রিকেটে (Domestic cricket) খেলার বদলে ভদোদরাতে হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়াদের সঙ্গে অনুশীলন করেছেন। বোর্ড বারবার বলা সত্ত্বেও খেলেননি। ঈশানের যে ঔদ্ধত্য মানতে পারেনি বোর্ড। তারপর থেকে অলিখিত নির্বাসন। ঈশানের যুক্তি, সমালোচনা নিয়ে মাথা ঘামান না। কিন্তু চাপ যদি বাবা-মায়ের ওপর পড়ে, তখন তা সামলানো কঠিন। আর এই কঠিন সময়ে পরিবারের প্রতিটি সদস্য তাঁর পাশে ছিল। প্রতিটি পদক্ষেপকে সমর্থন করেছে। মানসিকভাবে ঈশান যে ভালো জায়গায় নেই, তা বুঝতে পারছিল পরিবারের লোক। মূলত পরিবারের সঙ্গে কথা বলেই বিশ্রামের সিদ্ধান্ত।
বোর্ডের নির্দেশ অমান্য করা সম্পর্কে ঈশানের সাফাই, ‘বিরতি নিয়েছিলাম। স্বাভাবিক ছিল। তবে লম্বা বিশ্রামের পর ঘরোয়া ক্রিকেট খেলে প্রত্যাবর্তন নিয়ম। কিন্তু আমি তখন খেলার মতো অবস্থায় ছিলাম না। সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলাম। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি যখন নিয়েছি, তখন ঘরোয়া ক্রিকেটই খেলার যুক্তি কি থাকতে পারে?’
ঋষভ পন্থের পাশাপাশি ধ্রুব জুরেল টেস্টে ভালো করেছেন। সঞ্জু স্যামসনও রয়েছেন। ফলে প্রত্যাবর্তনের রাস্তা কঠিন। ঈশানের মতে, ‘ঋষভকে মাঠে ফিরতে দেখে ভালো লাগছে। আর দলের মধ্যে যত প্রতিযোগিতা থাকবে ভালো খেলা বেরিয়ে আসবে। লড়াইটা সহজ নয় জানি। তবে চাপ নয়, চ্যালেঞ্জ উপভোগ করি।’ শুধু জাতীয় দলে ফেরা নয়, তিন ফর্ম্যাটে খেলতে চান ঈশান। বলেছেন, ‘তিন ফর্ম্যাটেই খেলতে আগ্রহী আমি। অতীতে টি২০, ওডিআই, টেস্টেও ভালো করেছে। ফের তিন ফর্ম্যাটের অংশ হতে চাই।’

